Agriculture

Farming: ড্রাগন চাষে সাহায্য করছে মুরগি; দ্বিগুণ লাভের মুখ দেখছেন পশ্চিম মেদিনীপুরের কৃষক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: গতানুগতিক চাষে লাভ কমছে ক্রমশ। তাই, বিকল্প কৃষিকাজে মন দিচ্ছেন অনেকেই। সাম্প্রতিক সময়ে ড্রাগন ফলের উৎপাদন অত্যন্ত লাভজনক এক বিকল্প-কৃষি হিসেবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে বাংলার কৃষকদের কাছে। আবার, এই ড্রাগন ফলের চাষে সাহায্য করে দেশী মুরগি! অবিশ্বাস্য হলেও সত্যি। ড্রাগন চাষের পাশাপাশি পরীক্ষামূলকভাবে ফার্ম করে দেশী মুরগির চাষ করছেন পশ্চিম মেদিনীপুরের এক যুবক। ড্রাগন ফলের পাশাপাশি দেশী মুরগি ও তার ডিম বিক্রি করে দ্বিগুণ লাভের মুখও দেখছেন! এমনই দাবি তাঁর।

ড্রাগন চাষ :

কিন্তু, ড্রাগন চাষে কিভাবে সাহায্য করে দেশী মুরগি? পশ্চিম মেদিনীপুরের পিংলার গোগ্রামের সুব্রত মাহেশ জানান, ড্রাগনের প্রধান শত্রু পিঁপড়ে। ছোট ছোট মুরগি পিঁপড়ে-কে খাবার হিসেবে খেয়ে নেয়। পিঁপড়ের বাসা, মুরগি ভেঙে দেওয়ার কারণে গাছে তেমন ক্ষতি হয় না। পাশাপাশি ড্রাগন গাছ বড় হলে তার নিচে অন্য কিছু চাষ করা যায় না। অন্যদিকে, ড্রাগন গাছের নিচে ঝোপঝাড়, এমনকি নানান পোকামাকড়ের জন্ম হয়। যা ক্ষতি করে ড্রাগন চাষে। স্বাভাবিকভাবে এই দেশি মুরগি পোকামাকড় খেয়ে নেয়। যার ফলে ক্ষতি হয় না ড্রাগন গাছের।

অপরদিকে, ড্রাগন চাষের পাশাপাশি মুরগি চাষ করে সুব্রত দ্বিগুণ আর্থিক লাভও পাচ্ছেন। বেশ কয়েক ডেসিমেল জায়গায় ড্রাগন চাষের পাশাপাশি প্রাকৃতিকভাবে ফার্ম তৈরী করে করছেন দেশি মুরগির চাষ। একদিকে যেমন মুরগি ও ডিম বিক্রি করে তিনি লাভ পাচ্ছেন, তেমনই ড্রাগন চাষেও সাহায্য করছে এই দেশি মুরগি। সুব্রত প্রায় ৩৫০ এরও বেশি দেশী মুরগির চাষ করেছেন বলে জানান। প্রাকৃতিক উপায়ে সামান্য পরিচর্যায় বড় হয়ে উঠছে দেশি মুরগিগুলো। প্রতিদিন ডিম, মাংসের পাশাপাশি এই দেশি মুরগি ড্রাগন চাষেও সহায়তা করছে বলে জানিয়েছেন পিংলার গোগ্রামের সুব্রত মাহেশ। আর, এর ফলে তিনি দ্বিগুণ লাভের মুখ দেখছেন বলেও জানান।

মুরগি প্রতিপালন:

News Desk

Recent Posts

Laxmi Puja: মা লক্ষ্মীর কাছে কন্যা ‘তিলোত্তমা’র জন্য বিচার চাইলেন মেদিনীপুরের রমাপ্রসাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ অক্টোবর: কোজাগরী লক্ষ্মী পুজোতেও আর জি কর কাণ্ডের প্রতিবাদ!…

6 hours ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে CCTV ক্যামেরাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: মঙ্গলবার (১৫ অক্টোবর) উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে…

9 hours ago

Midnapore: টিউশন পড়ে বাড়ি ফিরছিল, সজোরে ধাক্কা পিকাপ ভ্যানের! কোজাগরীর পরের দিনই লক্ষ্মী-বিদায় পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: টিউশন পড়া শেষ করে নিজের সাইকেল নিয়ে…

18 hours ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন ১৩ নভেম্বর! আদর্শ আচরণবিধি লাগু হতে চলেছে ১৮ অক্টোবর থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মেদিনীপুর সহ রাজ্যের ৬টি এবং দেশের ৪৮টি বিধানসভায় উপ-নির্বাচন…

3 days ago

Midnapore: মেদিনীপুরের প্রার্থী ভূমিপুত্রই! বিজয়ার প্রণাম সেরে দিদির কাছ থেকে মিষ্টি আর ‘প্রশংসা’ নিয়ে ফিরলেন সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে…

3 days ago

Midnapore: মেদিনীপুরের পুজো কার্নিভালে সংস্কৃতি থেকে সচেতনতার বার্তা; ‘নারীশক্তির জয়গান’ গেয়ে নজর কাড়ল পুলিশ লাইন হাউসিং দুর্গাপূজা কমিটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: নারীশক্তির জয়গানের মধ্য দিয়েই মাতৃশক্তির বন্দনা, দেবী…

3 days ago