দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, তনুপ ঘোষ, ৯ মার্চ: বিকল্প চাষেই (Alternative Cultivation) লক্ষ্মী লাভের আশা! কৃষি দফতরের সহযোগিতায় পশ্চিম মেদিনীপুরের যুবক তৈরি করেছেন চোখধাঁধানো ফলের বাগান। প্রশংসা কুড়োচ্ছেন জেলা জুড়ে। লাভের মুখ দেখবেন বলেও আশাবাদী অমৃত। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের ঘোলা এলাকায় রাজ্য কৃষি দপ্তরের ‘ড্রিপ ইরিগেশন’ (Drip Irrigation) প্রকল্পে ৬ বিঘা জমির উপর আপেল কুল (Red Jujube/Apple Kul) ও পেয়ারা (Guava) চাষ করে নজর কেড়েছেন ঘোলা গ্রামের যুবক অমৃত কুমার ঘোষ। খুশি কৃষি দফতরের কর্তারাও।
চন্দ্রকোনা ১ নং ব্লক কৃষি দপ্তরের সহযোগিতায় ঘোলা এলাকায় ৬ বিঘা জায়গার উপর উন্নতমানের আপেল কুল ও ভিন্ন প্রজাতির পেয়ারা চাষ করেছেন অমৃত, যা ইতিমধ্যে নজর কেড়েছে ঘাটাল মহকুমা থেকে শুরু করে জেলা জুড়েই। ইতিমধ্যে, ওই জায়গায় আপেল কুল ও পেয়ারা সমেত বিভিন্ন ফলের ব্যাপক ফলন দেখে মুগ্ধ ও হতবাক হয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে কৃষি দপ্তরের আধিকারিকরাও। এদিকে, আপেল কুল ও পেয়ারার স্বাদ পেতে প্রত্যন্ত ওই এলাকায় ছুটে যাচ্ছেন দূরদূরান্তের মানুষজনও। অত্যন্ত স্বল্পমূল্যে সুস্বাদু আপেল কুল পেয়ে খুশি আগত মানুষজনও। আগামী দিনে জৈব পদ্ধতিতে ড্রাগন ফল (Dragon Fruit) সহ আরও উন্নত ফলের চাষের জন্যও কাজ শুরু করবেন বলে জানিয়েছেন অমৃত। ধান, আলুর পাশাপাশি কৃষি দপ্তরের সহযোগিতা নিয়ে চাষিরা এই ধরণের বিকল্প ফলের চাষে লাভের মুখ দেখবেন বলেও আশাবাদী তিনি।