দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: বিগত তিন বছর ধরে মেদিনীপুর সদরের চাঁদড়া গ্রাম পঞ্চায়েত ছিল বিজেপির দখলে। সম্প্রতি, অনাস্থা ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। এবার, সেই চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের পুনর্গঠন করল শাসকদল। বিজেপি পরিচালিত বোর্ডের প্রধান শীলা মাহাতোকে সরিয়ে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা ভবানী দে পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হলেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই উপ প্রধান পদেও অনাস্থা প্রস্তাব আনা হবে বলে জানা গেছে। সম্ভাব্য হিসেবে তারকনাথ বেরার নামই উঠে এসেছে উপ-প্রধান আসনে। স্থানীয় ও দলীয় অন্দরে জল্পনা ঠিক তেমনই।

Editor#3032$%F
বহু প্রতীক্ষার পর মেদিনীপুর সদরের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব নিলেন তৃণমূলের প্রধান ভবানী দে (মাঝখানে) :

প্রসঙ্গত, মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া ও ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল। কিন্তু, বিধানসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য বিপুল আসনে জয়ী হওয়ার পর, বিজেপির অধীনে থাকা একের পর এক পঞ্চায়েত দখল নিতে শুরু করে তৃণমূল কংগ্রেস।‌ মেদিনীপুর গ্রামীণের এই চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও বিজেপি’র ৪ জয়ী সদস্য তৃণমূলের যোগ দেওয়ায়, বিজেপির হাতছাড়া হয় এই গ্রাম পঞ্চায়েত। বিজেপির পক্ষে ৮-৬ এর চাঁদড়া, তৃণমূলের পক্ষে হয়ে যায় ১০-৪। অনাস্থা ভোটে জয়ী তৃণমূল বোর্ডের প্রধান নির্বাচিত হলেন ভবানী দে। হয় বিজয় মিছিলও। ভবানী ছাড়াও, উপস্থিত ছিলেন প্রাক্তন উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য তারকনাথ বেরা, তৃণমূলের অঞ্চল সভাপতি মানস দে এবং মেদিনীপুর সদর ব্লকের সাংগঠনিক সভাপতি গৌতম দত্ত সহ অন্যান্য নেতাকর্মীরা। এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান ভবানী দে বলেন, “উন্নয়নকে সামনে রেখেই, আমাদের এই জয়। এলাকাবাসীর দাবি মেনে, আগামী দিনে উন্নয়নের কাজ হবে এলাকাজুড়ে।” সাংগঠনিক ব্লক সভাপতি গৌতম দত্ত বলেন, “বিধায়িকা জুন মালিয়া’র নেতৃত্বে এলাকার উন্নয়নে গতি এসেছে। সঙ্গে পঞ্চায়েত প্রধানের হাত ধরে আগামী দিনে সাধারণ মানুষের জন্য উন্নয়নের জোয়ার বইবে এই পঞ্চায়েত এলাকায়।”

thebengalpost.net
প্রধান ভবানী দে ও সম্ভাব্য উপ প্রধান তারকনাথ বেরা (লাল গেঞ্জি) :