দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর: রাজ্য জুড়ে একসঙ্গে পাঁচ শতাধিক (৫৩০) আমলা-আধিকারিকের বদলির নির্দেশিকা জারি হয়েছিল পুজোর ঠিক আগে। ছুটি পড়ে যাওয়ায় এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব নির্বিঘ্নে বের করে দেওয়ার তাগিদ থেকে বেশিরভাগ আধিকারিকই অবশ্য নতুন পদে যোগদান করেননি! এবার, লক্ষ্মীপুজো মিটতেই বদলির নির্দেশিকা মেনে নতুন কর্মক্ষেত্রে যোগদানের তৎপরতা শুরু করলেন পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার আমলা ও আধিকারিকেরা। পশ্চিম মেদিনীপুর জেলায় ১৮ জন BDO (সমষ্টি উন্নয়ন আধিকারিক); ২ জন SDO (মহকুমাশাসক) এবং ৪ জন ADM (অতিরিক্ত জেলাশাসক) সহ ৩০ জনের বেশি আধিকারিক বদলি হচ্ছেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখেই রাজ্য জুড়ে এই বিপুল সংখ্যক প্রশাসনিক আধিকারিকদের বদলির নির্দেশিকা বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম একসঙ্গে এতজন বিডিও সহ আধিকারিক বদলি হচ্ছেন বলেও জানাচ্ছেন জেলার প্রবীণ নাগরিকবৃন্দ থেকে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা।
জেলার ২১টি ব্লকের মধ্যে শুধুমাত্র দাঁতন ২; কেশিয়াড়ি ও পিংলা ছাড়া সবকটি ব্লকের বিডিও (সমষ্টি উন্নয়ন আধিকারিক)-রাই বদলি হয়ে যাচ্ছেন অন্যত্র। বদলি হচ্ছেন জেলার ৩টি মহকুমার মধ্যে ২ টি মহকুমার মহকুমাশাসক (SDO)ও। মেদিনীপুর সদরের মহকুমাশাসক কৌশিক চট্টোপাধ্যায়ের ডেপুটি সেক্রেটারি হিসেবে পদোন্নতি হয়েছে। তাঁর পরিবর্তে নতুন মহকুমাশাসক হয়ে আসছেন মধুমিতা মুখার্জি। বদলি হয়েছেন খড়্গপুরের মহকুমাশাসক দিলীপ মিশ্রও। ইতিমধ্যে সেখানে নতুন মহকুমাশাসক যোগ দিয়েছেন। শুধুমাত্র ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস এই বদলির নির্দেশিকার বাইরে আছেন।
অন্যদিকে, জেলার ৪ জন অতিরিক্ত জেলাশাসক (ADM), যথাক্রমে- কুহুক ভূষণ, পিনাকী রঞ্জন প্রধান, সৌভিক ব্যানার্জি ও লক্ষ্মণ পেরুমল বদলি হয়ে কিংবা পদোন্নতির ভিত্তিতে অন্যত্র চলে যাচ্ছেন। তাঁদের পরিবর্তে আসছেন যথাক্রমে- মৌমিতা সাহা, বিশ্বরঞ্জন মুখার্জি, শ্রীনিবাস ভেঙ্কটরাও এবং সন্দীপ টুডু। বদলির নির্দেশিকা অনুযায়ী, মেদিনীপুর সদর ব্লকের বিডিও সুদেষ্ণা দে মৈত্র-র পরিবর্তনে নতুন বিডিও হয়ে আসছেন কাহেকাশন পারভীন। ২০২১ সালের এই WBCS অফিসারের এই প্রথম বিডিও হিসেবে পোস্টিং হচ্ছে বলে জানা যায়। ঠিক একইভাবে শালবনীর বিডিও প্রণয় দাসের পরিবর্তে যিনি বিডিও-র দায়িত্ব নিতে চলেছেন সেই রোমান মন্ডল ২০২২ সালের WBCS অফিসার। তিনিও এই প্রথম বিডিও-র দায়িত্ব পালন করতে চলেছেন বলেই জানা গেছে। অপরদিকে, গড়বেতা- ১ এর দীর্ঘদিনের বিডিও ওয়াসিম রেজা এবার বিডিও হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তমলুক ব্লকের। কিন্তু, জনপ্রিয় এই বিডিও-কে ছাড়তে নারাজ গড়বেতাবাসী, বিশেষত গড়বেতার শিক্ষিত তরুণ প্রজন্ম। তাঁদের দাবি, “আমাদের প্রিয় স্যার বিনামূল্যে শিক্ষিত ছেলে-মেয়েদের জন্য সিভিল সার্ভিস কোচিংয়ের ব্যবস্থা করেছিলেন। শুধু তাই নয়, যে কোন সমস্যা নিয়ে তাঁর কাছে গেলে, তিনি আন্তরিকভাবে চেষ্টা করতেন তার সমাধান করার।” খেলাধুলা থেকে সমাজসেবা সবকিছুতেই তিনি এগিয়ে আসতেন বলেও তাঁদের দাবি। তাই তাঁরা ওয়াসিম রেজার বদলি আটকাতে পথে নেমেছেন। যদিও বদলির নির্দেশিকা অনুযায়ী, গড়বেতার (১) নতুন বিডিও হিসেবে খুব শীঘ্রই দায়িত্ব নিতে চলেছেন ২০১৬ ব্যাচের অফিসার রামজীবন হাঁসদা। তিনি কোচবিহার জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…