দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: সামনেই পৌরসভা নির্বাচন। তার আগেই, মেদিনীপুর পৌরসভা যেন কল্পতরু! শুক্রবার ১০০ জন উপভোক্তার হাতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের চাবি তুলে দেওয়া হল। এর আগে মোট ১০০০ জন উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বলে পৌরসভা সূত্রে খবর। এছাড়াও, আরও ৮২৬ জনকে বাড়ি তৈরির প্রথম কিস্তির ৫০ হাজার টাকা খুব শীঘ্রই তুলে দেওয়া হবে বলে জানা গেছে। ‘বাংলার বাড়ি’ প্রকল্পেও মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনদের মাথার উপর ছাদ তৈরি করে দেওয়ার লক্ষ্যেই ‘আবাস যোজনা’ বা ‘বাংলার বাড়ি’ প্রকল্পটি চালু হয়েছিল। ‘বাংলার বাড়ি’ প্রকল্পে বাড়ি তৈরির করার জন্য পরিবার পিছু ৩ লক্ষ ৬৮ হাজার টাকা করে দেওয়া হয়। এর মধ্যে, রাজ্য সরকার দেয় ১ লক্ষ ৯৩ হাজার টাকা এবং কেন্দ্র দেয় ১ লক্ষ ৫০ হাজার টাকা। বাকি ২৫ হাজার টাকা দিতে হয় সংশ্লিষ্ট বাড়ির মালিককে। এবার সেই প্রকল্পের সরাসরি সুবিধা পেলেন মেদিনীপুর শহরের ১০০টি পরিবার। উল্লেখ্য যে, ‘বাংলার বাড়ি’ প্রকল্প রূপায়ণের দায়িত্বে আছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। শুক্রবার এই দপ্তরের অতিরিক্ত সচিব জলি চৌধুরীর নেতৃত্বে একটি দল মেদিনীপুর এসে পৌঁছয়। উপভোক্তাদের হাতে বাড়ির চাবি তুলে দেওয়া ছাড়াও, শহরবাসীকে জঞ্জাল সমস্যা থেকে মুক্তি দিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা কঠিন বর্জ্য নিষ্কাশন পদ্ধতি নিয়েও আলোচনা হয়।