তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই: ১ জুলাই থেকে দেশজুড়ে লাগু হয়েছে সিঙ্গেল ইউস বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ আইন। আর, তারপর থেকেই দেশের সবকটি রাজ্য ও জেলায় জেলায় এই ধরনের প্লাস্টিক বা ক্যারিব্যাগের বিরুদ্ধে শুরু হয়েছে কড়া অভিযান। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর থেকে ঘাটাল, বেলদা থেকে ক্ষীরপাই, খড়্গপুর থেকে খড়ার- সর্বত্র চলছে ৭৫ মাইক্রনের নিচে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের বিরুদ্ধে অভিযান। শুধু প্লাস্টিক ব্যাগ বা ক্যারিব্যাগ নয়, এই ধরনের একবার ব্যবহারযোগ্য অন্যান্য প্লাস্টিক দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে দেশজুড়ে। ইতিমধ্যে, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে সেই সকল পন্যগুলির একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। তার মধ্যে রয়েছে প্লাস্টিকের ক্যারি ব্যাগ, ৭৫ মাইক্রনের কম পলিথিন, থার্মোকল, প্লাস্টিকের গ্লাস, কাপ, চামচ, সহ আরও বেশ কিছু জিনিস। এই আইন কার্যকর করতেই, শুক্রবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভা, খড়ার পৌরসভা, ক্ষীরপাই পৌরসভা সহ সমস্ত এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নেমেছেন পৌর প্রধান এবং পুর-আধিকারিকরা। সরাসরি ফাইন বা জরিমানাও করা হচ্ছে দোকানদারদের।
শনিবার খড়ার পৌরসভা এলাকায় পুর-কর্তৃপক্ষ ও ঘাটাল থানার উদ্যোগে দোকানে দোকানে গিয়ে অভিযান চালানো হয়। সচেতন করা হয় সকল ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের। নিষিদ্ধ তালিকাভুক্ত পণ্যগুলি যাতে না ব্যবহার করা হয় তা সাফ জানিয়ে দেওয়া হয় সকলকে। একই সাথে অভিযানে বেরিয়ে দোকানে থাকা থার্মকলের নিষিদ্ধ পন্যগুলি আর যাতে ব্যবহার না করা হয়, সে জন্য কড়া ধমক দেওয়া হয় ব্যবহারকারীদের। এই অভিযানে ছিলেন, খড়ার পুরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলই, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক ও অন্যান্যরা। আইন না মানলে পরবর্তী সময় বিক্রেতাদের ৫০০ টাকা এবং ক্রেতাদের ৫০ টাকা জরিমানা করা হবে বলে জানিয়ে দেন তাঁরা। অন্যদিকে, শুক্রবার থেকে আজ, রবিবার পর্যন্ত ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকেও। ইতিমধ্যে, বেশ কয়েকজন দোকানদারদের জরিমানাও করা হয়েছে ৭৫ মাইক্রনের নিচে ক্যারিব্যাগ ব্যবহার করার জন্য। পুরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, “আমরা জুন মাস জুড়ে প্রচার চালিয়েছি। তারপরও না মানায় এই পদক্ষেপ নিতে হচ্ছে।” প্রসঙ্গত উল্লেখ্য, এই ধরনের প্লাস্টিকের কারণে পরিবেশ আজ বিপন্ন। দেশের নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে সামুদ্রিক জীবজন্তুদের অস্তিত্ব বিপর্যয় ঘটছে এই ধরনের প্লাস্টিকের কারণে। এমনটাই মত পরিবেশবিদদের। অবশেষে তাই উন্নত দেশগুলির মত, ভারতেও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্রব্য। পরিবর্তে, পরিবেশ বান্ধব জিনিসপত্র (পাতা, কাগজ, পাট প্রভৃতি) ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…