দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩১ জানুয়ারি: অবশেষে পশ্চিমবঙ্গেও খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। সোমবার ‘নবান্ন’ থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, “অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে স্কুল। খুলছে, কলেজ-বিশ্ববিদ্যালয়- আইটিআই প্রভৃতি সবকিছুই।‌ আগামী ৩ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।” অন্যদিকে, ৭ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক পড়ুয়াদের জন্য শুরু হচ্ছে ‘পাড়ায় শিক্ষালয়’। মুখ্যমন্ত্রী’র এদিনের বক্তব্যে অবশ্য, পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্যও ‘পাড়ায় শিক্ষালয়’ এর কথা বলা হয়েছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই রাজ্য সরকারের পক্ষ সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে, বলা হয়েছে, প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি অবধি পড়ুয়াদের নিয়ে ‘পাড়ায় শিক্ষালয়’ অনুষ্ঠিত হবে।

thebengalpost.net
‘নবান্ন’ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা :

thebengalpost.net
বিজ্ঞপ্তি:

অন্যদিকে, রাজ্যে খুলে দেওয়া হচ্ছে পার্ক, পর্যটনকেন্দ্র প্রভৃতি। ৭৫ শতাংশ নিয়ে সবকিছুই চালু হয়ে যাচ্ছে। অফিস আদালত, রেস্তোরাঁ, বার, সিনেমা হল, জিম, সুইমিংপুল, স্টেডিয়াম, বিয়ে বাড়ি, সামাজিক অনুষ্ঠান প্রভৃতি সব জায়গাতেই ৭৫ শতাংশ উপস্থিতি গ্রাহ্য করা হচ্ছে। তবে, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোভিড বিধি-নিষেধ বলবৎ থাকবে। রাত্রিকালীন নিষেধাজ্ঞা বা নাইট কারফিউ ১০ টার পরিবর্তে রাত্রি ১১ টা থেকে করা হচ্ছে। ভোর ৫ টা অবধি অবাধ যাতায়াতের উপর নিষেধাজ্ঞা বজায় থাকছে। আপডেট: শিক্ষা সচিবের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কোভিড বিধি মেনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পুনরায় খোলা হচ্ছে পড়ুয়াদের জন্য। প্রয়োজন পড়লে হস্টেল-ও খোলা যেতে পারে। তবে, প্রতিটি ক্ষেত্রেই কোভিড বিধি মেনে চলতে হবে। উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ২ ফেব্রুয়ারি থেকেই স্কুলে যেতে হবে। অন্যদিকে, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী অবধি ক্লাস হবে শ্রেণীকক্ষে এবং প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী অবধি ক্লাস হবে ‘পাড়ায় শিক্ষালয়’ এর মাধ্যমে। সংশ্লিষ্ট বিদ্যালয়, এস এস কে, এম এস কে -র মাধ্যমে এই প্রকল্প অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে।

thebengalpost.net
শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি :

thebengalpost.net
স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি :

thebengalpost.net
বিজ্ঞাপন :