তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৬ জুন:প্রতিদিন কোটি কোটি প্লাস্টিক নিক্ষেপিত হচ্ছে পৃথিবীর বুকে। একদিকে তা যেমন ভৌম জল-কে বাধা দিচ্ছে, ঠিক তেমনই সামুদ্রিক জীববৈচিত্রের ভয়ঙ্কর ক্ষতি করছে। সমুদ্র ও নদীতে থাকা লক্ষ লক্ষ সামুদ্রিক প্রাণী’র মৃত্যু ডেকে আনছে এই প্লাস্টিক। গবেষণায় একথা প্রমাণিত। তাই, সারা বিশ্ব জুড়ে অবিলম্বে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের তরফে। রবিবার, বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষে, পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভা তাই এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করল। এবার থেকে, এই পৌরসভা এলাকায় ব্যবহার করা যাবে না ৭৫ মাইক্রনের নিচে কোনো প্লাস্টিক বা প্লাস্টিক জাতীয় ব্যাগ। তবে, যে সমস্ত জিনিসপত্র প্লাস্টিকের প্যাকেট বা বোতল বন্দী হয়েই আমদানি হচ্ছে, সেক্ষেত্রে যে এখনই কিছু করা সম্ভব নয়, তাও জানিয়ে দিচ্ছেন পৌরসভা কর্তৃপক্ষ। তবে, সরকারের কাছে তাঁদের আবেদন, ধীরে ধীরে সমস্ত প্লাস্টিক জাতীয় প্যাকেট বা বোতলের পরিবর্তে, পরিবেশবান্ধব জিনিসপত্র ব্যবহার করা শুরু করুক বহুজাতিক সংস্থাগুলি।

thebengalpost.net
প্রচারাভিযান পৌরসভার :

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার, ক্ষীরপাই পৌরসভার পক্ষ থেকে দিনভর প্রচার অভিযান চালানো হয়েছে প্লাস্টিক জাতীয় ব্যাগ বা জিনিসপত্র ব্যবহার না করার জন্য। পৌরবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়, প্লাস্টিক দ্রব্য, থার্মোকলের থালা-বাটি সহ ৭৫ মাইক্রনের নিচে কোন প্লাস্টিক দ্রব্য ব্যবহার করা যাবেনা। এও জানিয়ে দেওয়া হয়, ক্ষীরপাই পৌরসভা এলাকায় রবিবার থেকে এই ধরনের প্লাস্টিক ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হল। পৌরসভার আদেশ অমান্য করে দোকানদার ও নাগরিকরা এই ধরনের প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে জরিমানা করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়। দোকানদারদের জন্য ৫০০ এবং খদ্দেরদের জন্য ৫০ টাকা জরিমানা ধার্য হয়েছে। পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান জানিয়েছেন, “আমরা দীর্ঘদিন ধরে মানুষের কাছে আবেদন রাখছি প্লাস্টিক ব্যবহার না করার জন্য। প্লাস্টিক ব্যবহার করার ফলে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, ঠিক তেমনই ক্ষীরপাই পৌরসভার নিকাশি নালাগুলি বন্ধ হয়ে যাচ্ছে। যার ফলে অল্প বৃষ্টিতেই সমস্যা দেখা দিচ্ছে। তাই, রবিবার থেকেই ক্ষীরপাই পৌরসভায় প্লাস্টিক নিষিদ্ধ হল।”