দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ মার্চ:’খামবন্দী’ হয়ে আসছে পৌরপ্রধান-দের নাম। খুব সম্ভবত আজই তা পৌঁছে যাচ্ছে প্রত্যেক জেলার সভাপতিদের কাছে। পশ্চিম মেদিনীপুর জেলার ৭-টি পৌরসভার মধ্যে মেদিনীপুর সাংগঠনিক জেলায় দু’টি পৌরসভা। মেদিনীপুর পৌরসভা ও খড়্গপুর পৌরসভা। স্বভাবতই, এই দুই পৌরসভার চেয়ারম্যান তথা পৌর-প্রধানের নাম ঘিরেও রয়েছে চরম উৎকণ্ঠা। উৎকণ্ঠা রয়েছে ভাইস চেয়ারম্যান বা উপ পৌরপ্রধানের নাম-কে কেন্দ্র করেও। সেই সব নামই এখনও খামবন্দী হয়ে আছে! তবে, জেলা নেতৃত্ব, আই প্যাক সহ বিভিন্ন সূত্রে কয়েকটি নাম ভেসে বেড়াচ্ছে বেশ কয়েকদিন ধরেই। আর, ১২ মার্চ, শনিবারের পর অবশ্য চূড়ান্ত নামে সিলমোহরও পড়ে গেছে বলে সূত্রের খবর। তবে, খাম পৌঁছবে (বা, পৌঁছে গেছে) আজ, সোমবার। আর, ঘোষণা হবে আগামীকাল, মঙ্গলবার (১৫ মার্চ)। বুধবার (১৬ মার্চ) সারা রাজ্যের সাথে সাথে পশ্চিম মেদিনীপুর জেলার পৌরসভাগুলি’র বোর্ডও গঠিত হবে।
বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, এটুকু প্রায় নিশ্চিত হয়ে গেছে যে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান বা পৌরপ্রধান হতে চলেছেন ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সৌমেন খান এবং খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান বা পৌরপ্রধান হতে চলেছেন ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সরকার। উল্লেখ্য যে, দু’জনই রাজ্য নির্ধারিত পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপারসনও ছিলেন। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, এই দু’জনের উপরই ভরসা রাখছে রাজ্য নেতৃত্ব তথা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, একাধিক নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। মেদিনীপুর পৌরসভার ক্ষেত্রে ১৯ নং ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব, খড়্গপুর পৌরসভার ক্ষেত্রে ৭ নং ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর কল্যানী ঘোষের নাম জল্পনায় ভাসছিল। তবে, শেষ পর্যন্ত অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং আরও নানা কারণে সৌমেন খান এবং প্রদীপ সরকারের উপরই ভরসা রাখতে চলেছে রাজ্য নেতৃত্ব। অন্যদিকে, মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা ১ নং ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর অনিমা সাহা’র। এবার তিনি প্রায় ২৩০০ ব্যবধানে জয়ী হয়েছেন। অন্যদিকে, খড়্গপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান হতে চলেছেন ৩ নং ওয়ার্ডের অভিজ্ঞ কাউন্সিলর তৈমুর আলি খান। তিনি প্রায় ২১০০ ব্যবধানে জয়ী হতে চলেছেন।
এদিকে, মেদিনীপুর পৌরসভার যে তিনটি সিআইসি (Chairman in Council) বা পৌর পরিষদ আছে, সেই তিনটির মধ্যে দু’টিতে মৌ রায় (৫ নং ওয়ার্ডের কাউন্সিলর), বিশ্বনাথ পান্ডব এক প্রকার নিশ্চিত বলে জানা যায়। খড়গপুরের ক্ষেত্রে, কল্যানী ঘোষ, অপূর্ব ঘোষ (৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর), ডি. বাসন্তী, পূজা নাইডু, নমিতা চৌধুরী, রীতা পান্ডে- প্রমুখদের মধ্যে ৩ জন পেতে পারেন সিআইসি পদ। এমনটাই জানা গেছে শাসকদলের বিভিন্ন সূত্রে। এই বিষয়ে যোগাযোগ করা হলেও, কিছুই খোলসা করেননি জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা। তবে তিনি জানিয়েছেন, “আগামীকাল জেলা নেতৃত্বের তরফে নাম ঘোষণা করা হবে।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…