Administration

DPSC Chairman: আর DI নয়, এবার DM-ই পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি: এবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (DPSC) ভারপ্রাপ্ত চেয়ারম্যান (Chairman in Charge) হিসেবে দায়িত্ব পালন করবেন। বুধবার সন্ধ্যায় এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের বিদ্যালয় (প্রাথমিক) শিক্ষা দপ্তরের তরফে। এর আগে, গত ২৪ জুন (২০২২) এর নির্দেশিকা অনুযায়ী প্রাথমিকের জেলা বিদ্যালয় পরিদর্শক (DI/Primary)-রাই এই দায়িত্ব পালন করে এসেছেন। প্রথম দফায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার তৎকালীন ডি.আই (প্রাথমিক) তরুণ সরকার। তাঁকে শিলিগুড়িতে বদলি করার পর অক্টোবর (২০২২) মাস থেকে দায়িত্বে ছিলেন বর্তমান ডি.আই (প্রাথমিক) প্রাণতোষ মাইতি। এবার থেকে তিনি শুধু ডি.আই হিসেবেই দায়িত্ব পালন করবেন।

জেলাশাসক খুরশিদ আলি কাদরী:

উল্লেখ্য যে, ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত জেলার স্থায়ী ডিপিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শিক্ষক কৃষ্ণেন্দু বিষই। জুন মাসে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। তবে, শুধু পশ্চিম মেদিনীপুর নয় ইতিমধ্যে নদীয়া, কুচবিহার জেলাতেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলাশাসক-রাই। আজ, বুধবার পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দিনাজপুর জেলাতেও দায়িত্ব দেওয়া হল জেলাশাসকদের। এই বিষয়ে এখনও ডি.আই প্রাণতোষ মাইতি বা জেলাশাসক খুরশিদ আলি কাদরী’র প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, প্রাক্তন চেয়ারম্যান তথা শাসকদলের প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিষই জানিয়েছেন, “নিশ্চয়ই সরকারের তরফে ভালো কিছু ভাবনা আছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আশা করছি শিক্ষক-শিক্ষিকারা এতে উপকৃত হবেন।”

News Desk

Recent Posts

Midnapore: “আবার বিপ্লব হবে!” মেদিনীপুরের মাটি ছুঁয়ে শপথ চাকরিহারা শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: "আমি যদি অযোগ্য হই...যান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে…

3 days ago

Midnapore: কোনো স্কুলে ৮ জন, কোনো স্কুলে ৬ জন শিক্ষকের চাকরি বাতিল! “গ্রামের স্কুলগুলো শেষ হয়ে গেল”, আর্তনাদ মেদিনীপুরের প্রধান শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: সুপ্রিম রায়ে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর…

4 days ago

Supreme Court: হাইকোর্টের রায় বহাল রেখে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩ এপ্রিল: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ই বহাল রাখল দেশের সর্বোচ্চ…

5 days ago

Midnapore: মেদিনীপুরে ‘রক্তপাতহীন’ শিকার উৎসবই চ্যালেঞ্জ! বিশাল বাইক র‌্যালি থেকে দেওয়া হল বার্তা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: জঙ্গলমহল এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে আদিবাসীদের শিকার…

6 days ago

Medinipur: বার্ষিক পুজো ও মহামেলা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের ঢল মাদপুরের মনসা মন্দিরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: দেবীর কোনও বিগ্রহ বা মূর্তি নেই। মাঠের…

6 days ago

Midnapore: ‘এই সময় দীপ্তি’-র অডিশন হয়ে গেল মেদিনীপুর শহরেও

পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: বহু প্রতীক্ষিত "এই সময় দীপ্তি ২০২৫" আবার ফিরে এসেছে। এবারের আয়োজন…

1 week ago