দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি: এবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (DPSC) ভারপ্রাপ্ত চেয়ারম্যান (Chairman in Charge) হিসেবে দায়িত্ব পালন করবেন। বুধবার সন্ধ্যায় এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের বিদ্যালয় (প্রাথমিক) শিক্ষা দপ্তরের তরফে। এর আগে, গত ২৪ জুন (২০২২) এর নির্দেশিকা অনুযায়ী প্রাথমিকের জেলা বিদ্যালয় পরিদর্শক (DI/Primary)-রাই এই দায়িত্ব পালন করে এসেছেন। প্রথম দফায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার তৎকালীন ডি.আই (প্রাথমিক) তরুণ সরকার। তাঁকে শিলিগুড়িতে বদলি করার পর অক্টোবর (২০২২) মাস থেকে দায়িত্বে ছিলেন বর্তমান ডি.আই (প্রাথমিক) প্রাণতোষ মাইতি। এবার থেকে তিনি শুধু ডি.আই হিসেবেই দায়িত্ব পালন করবেন।

thebengalpost.net
জেলাশাসক খুরশিদ আলি কাদরী:

উল্লেখ্য যে, ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত জেলার স্থায়ী ডিপিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শিক্ষক কৃষ্ণেন্দু বিষই। জুন মাসে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। তবে, শুধু পশ্চিম মেদিনীপুর নয় ইতিমধ্যে নদীয়া, কুচবিহার জেলাতেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলাশাসক-রাই। আজ, বুধবার পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দিনাজপুর জেলাতেও দায়িত্ব দেওয়া হল জেলাশাসকদের। এই বিষয়ে এখনও ডি.আই প্রাণতোষ মাইতি বা জেলাশাসক খুরশিদ আলি কাদরী’র প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, প্রাক্তন চেয়ারম্যান তথা শাসকদলের প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিষই জানিয়েছেন, “নিশ্চয়ই সরকারের তরফে ভালো কিছু ভাবনা আছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আশা করছি শিক্ষক-শিক্ষিকারা এতে উপকৃত হবেন।”