Administration

Midnapore: সাজানো মণ্ডপ, গায়ে হলুদ সারা, চলছিল পাত পেড়ে খাওয়া-দাওয়া! মেদিনীপুরের বিয়ে বাড়ি বন্ধ করলেন BDO

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: সাজানো হয়েছিল মণ্ডপ। এসে গিয়েছিলেন আত্মীয় স্বজনরাও। শুরু হয়ে গিয়েছিল খাওয়া-দাওয়া। চলছিল আনন্দ হুল্লোড়। এমনকি, কন্যার গায়ে হলুদ-ও সারা হয়ে গিয়েছিল। সবাই মিলে হয়তো গাওয়া শুরু করে দিয়েছিলেন, “সাত পাকে বন্দী হবে আজকে শুভক্ষণ/ সবাই মিলে করি আজ তারই আয়োজন।” হঠাৎ-ই সব পণ্ড হয়ে গেল! দলবল নিয়ে পৌঁছে গেলেন বিডিও (BDO)। পড়ে গেল হুলুস্থুল! গুরু-গম্ভীর কন্ঠে অভিভাবকদের ডাক দিলেন বিডিও। বললেন, “করেছেন কি? ওর (পাত্রী/কনে) তো এখনও ১৮-ই হয়নি! এজন্যই কি সরকারের এতো প্রচেষ্টা? কন্যাশ্রী, স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড? অবিলম্বে বন্ধ করুন বিয়েবাড়ি।‌ ১৮ বছর না হলে বিয়েবাড়ি করবেন না!” ঘটনাটি নারী শিক্ষার অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এলাকার। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত চন্দ্রকোনা থানার বাঁকা সুলতানপুর সংলগ্ন মাঝি পাড়ায় মঙ্গলবার দুপুরে ঠিক এই ঘটনাই ঘটে। বিডিও রথীন্দ্রনাথ অধিকারী সহ প্রশাসনের আধিকারিকরা পৌঁছে এভাবেই এদিন নাবালিকার বিয়ে রুখে দেন।

বিয়েবাড়ি বন্ধ করা হল :

জানা যায়, পরিবারের মেয়েটি’র বয়স মাত্র ১৫। সবে সপ্তম শ্রেণীতে উঠেছিল। আর তার-ই কিনা বিয়ে ঠিক করা হয়েছিল। এমনকি, মঙ্গলবার ঘটা করে গায়ে-হলুদের পর্বও শেষ হয়েছিল। আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশীরা বিয়ে বাড়ির খাওয়া দাওয়াও শুরু করেছিল। আর, এই ঘটনার খবর যায় চন্দ্রকোনা ১ নং ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারীর কাছে। তিনি সঙ্গে সঙ্গেই পুলিশ প্রশাসন সহ ব্লকের আধিকারিকদের নিয়ে ছুটে যান বাঁকা সুলতানপুর গ্রামে। বিডিও সহ প্রশাসনের লোকজনকে দেখেই অনেকে পালিয়ে যান। এরপর, কিশোরী কন্যার বাবার সঙ্গে বিডিও কথা বলেন। মেয়েটি’র শিক্ষা ও স্বাস্থ্যের বিষয়টি বুঝিয়ে বলেন এবং অবিলম্বে বিয়েবাড়ি বন্ধ করার নির্দেশ দেন। এমনকি, তাঁদের কাছ থেকে মুচলেকা লিখিয়ে নেওয়া হয় যে, ১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেবেন না। ব্লক প্রশাসন থেকে এও জানানো হয়, পালিয়ে গিয়ে বিয়ে করল প্রশাসন কড়া পদক্ষেপ নেবে। বিডিও রথীন্দ্রনাথ অধিকারী জানান, “মেয়েটি যাতে পড়াশোনা করে, সেই উদ্যোগ নেওয়া হবে। যে স্কুলে মেয়েটি পড়াশোনা করত, আমরা সেই স্কুলের শিক্ষিকাদের সাথেও কথা বলব। ওর পড়াশোনার বিষয়ে সমস্ত রকম সাহায্য করা হবে।” (ফিচার ইমেজে/ প্রচ্ছদ ছবি প্রতীকী)

শুনশান প্যান্ডেল :

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

24 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

1 day ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago