Administration

বিভিন্ন অভিযোগ! মেদিনীপুর শহরের ভ্যাকসিনেশন প্রক্রিয়া খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের আধিকারিকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জুলাই: ভ্যাকসিন নিয়ে নানা অভিযোগ। ডেপুটেশন দেওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। তার মধ্যেই সরকারি কেন্দ্রের সাথে সাথে অনুমোদন প্রাপ্ত বেসরকারি কেন্দ্রেও চলছে করোনা ভ্যাকসিনেশন বা টিকাকরণ কর্মসূচি। পশ্চিম মেদিনীপুর জেলায় একমাত্র রবীন্দ্রনগরের একটি বেসরকারি হাসপাতালে (স্পন্দনে) চলছে বেসরকারিভাবে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ। সেখানে নিয়ম মেনে সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কিনা এবং সঠিক তাপমাত্রায় ভ্যাকসিনের ভাওয়াল গুলি রাখা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে মঙ্গলবার দুপুরে পরিদর্শন করলেন চালালেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ সরকার। সঙ্গে ছিলেন উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক (৩) ডা: সুদীপ মন্ডল। পরিদর্শন করার সাথে সাথে, তাঁরা লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের সাথে কথাও বলেন।

মেদিনীপুরের ভ্যাকসিনেশন কেন্দ্র পরিদর্শনে অতিরিক্ত জেলাশাসক :

সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই অভিযানে যান জেলার উচ্চ পর্যায়ের এই প্রতিনিধিদল। প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে শহরের সরকারি ভ্যাকসিন কেন্দ্রগুলোতে অর্থের বিনিময়ে “কুপন” বা “লাইন” বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পেয়েছিলেন ভ্যাকসিনের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক সুদীপ সরকার। সেই সময়ও অভিযান চালিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত জেলাশাসকরা। এরপর, দিনের আলোয় কোন অসাধু চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে মঙ্গলবার ফের অভিযানে যান অতিরিক্ত জেলাশাসক সুদীপ সরকার। সুদীপ বাবু বলেন, “জেলার সব হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র এবং মেডিক্যাল কলেজে ভ্যাকসিন দেওয়া চলছে। ভ্যাকসিনের যোগান অনুযায়ী প্রথমে দ্বিতীয় ডোজ এবং তারই সাথে প্রথম ডোজ দেওয়া হচ্ছে। বেসরকারি একটি হাসপাতাল অনুমোদন পেয়েছে ভ্যাকসিনেশনের জন্য। সেখানে নিয়ম মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়।” জেলা প্রশাসন সূত্রে খবর, আরো দুটি বেসরকারি হাসপাতাল ভ্যাকসিন চেয়ে আবেদন জানিয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর অনুমোদন দিলে, তারাও নির্দিষ্ট কোম্পানির কাছ থেকে সরাসরি ভ্যাকসিন কিনে নেবেন। তবে, বেসরকারি হাসপাতাল ধার্য্য অর্থের বেশি নিচ্ছে কিনা, তাও খতিয়ে দেখেন তাঁরা। এদিন শহরের কেরানিটোলার একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রও তাঁরা পরিদর্শন করেন। এদিকে, জেলার অনেক জায়গায় স্বাস্থ্যকেন্দ্রে অস্থায়ী ছাউনী করার আবেদন জানিয়েছেন লাইন দেওয়া গ্রাহকেরা। জেলা প্রশাসনের তরফে তা করার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

1 day ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

1 day ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

4 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

4 days ago