Administration

Mamata: আসছে তৃতীয় ঢেউ! জানুয়ারি থেকেই কনটেনমেন্ট জোন, বন্ধ হতে পারে স্কুল-কলেজ, অফিসে চালু হবে ওয়ার্ক ফ্রম হোম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৯ ডিসেম্বর: নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন (Omicron)। দেশজুড়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দ্বিতীয় ঢেউয়ের ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ এর থেকে ৩ গুণ বেশি সংক্রামক নতুন এই ‘ওমিক্রন ভ্যারিয়েন্ট’। এখনও পর্যন্ত ১০৯টি দেশে ছড়িয়েছে এই স্ট্রেন। এই মুহূর্তে ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮১। ওমিক্রনের হাত ধরে তৃতীয় ঢেউ প্রায় প্রবেশ করে গেছে বলে বিশেষজ্ঞদের অনুমান। যার ফলে রাজ্যগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। অন্যদিকে, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১০ জনের শরীরে মিলেছে এই স্ট্রেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দক্ষিণ ২৪ পরগণার সাগরে অনুষ্ঠিত প্রশাসনিক সভা থেকে সতর্ক করে দিয়ে জানিয়েছেন, “তৃতীয় ঢেউ আসতে চলেছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে ফের বন্ধ করা হতে পারে স্কুল-কলেজ।” সাগরের প্রশাসনিক বৈঠক থেকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে :

এই প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে রাজ্যের বর্তমান সংক্রমণ পরিস্থিতি জানতে চান মুখ্যমন্ত্রী। নিগম বলেন, “সংক্রমণ বাড়ছে। গতকাল সংক্রমিত হয়েছিলেন ৮০০’র কাছাকাছি। আজ তা হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যুর হার কম হলেও নতুন এই ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টার থেকে তিনগুণ বেশি সংক্রামক। তবে, আমরা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছে। ধাপে ধাপে হাসপাতালের সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে”। শ্রী নিগম এও জানিয়েছেন, কলকাতা ও শহরতলিতেই সংক্রমণ বেশি। এরপরই, মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, “জানুয়ারির প্রথম ২ দিন বাদ দিয়ে, ৩ জানুয়ারি থেকে এলাকাভিত্তিক কনটেনমেন্ট জোন করুন। আর, স্কুল কলেজগুলোর দিকে নজর রাখুন। সংক্রমণ বাড়লে আমরা ফের কিছুদিনের জন্য স্কুল-কলেজ বন্ধ করতে পারি। অফিসগুলোতে ফের ৫০ শতাংশ উপস্থিতি করে দিন। work-from-home এর উপর জোর দিন”। মুখ্যমন্ত্রী এদিন, লোকাল ট্রেনের সংখ্যা কমানোর দিকেও ইঙ্গিত করেছিলেন। তবে, গঙ্গাসাগর মেলার জন্য হয়তো এই মুহূর্তে তা কমানো হবে না! আর, এক্ষেত্রেই সাধারণ মানুষের প্রশ্ন, উৎসব, অনুষ্ঠান আর নির্বাচন পালন করতে গিয়ে স্কুল-কলেজ বন্ধ করতে হচ্ছে কেন? বরং, উল্টোটা করা হোক পড়াশোনার স্বার্থে! অন্যদিকে, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এও জানিয়েছেন, “আগামী ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের টিকাকরণ কর্মসূচি শুরু হয়ে যাবে। ৪৮ লক্ষ ছাত্রছাত্রীকে টিকা দেওয়া হবে।”

নারায়ণ স্বরূপ নিগম আজকের বৈঠকে :

News Desk

Recent Posts

Midnapore: “মন্ত্রীসভাকে বাঁচালে, আমাদের কেন নয়?” সুপ্রিম শুনানির আগেই মেদিনীপুরে মোক্ষম প্রশ্ন ‘যোগ্য’ শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…

2 days ago

Midnapore: শালবনীতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস! মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…

2 days ago

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

3 days ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

3 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

5 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

6 days ago