দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ নভেম্বর: বিশ্ববাংলা শারদ সম্মান তুলে দেওয়া হলো পশ্চিম মেদিনীপুর জেলার সেরা পুজো কমিটিগুলির হাতে। সোমবার মেদিনীপুর শহরে অবস্থিত জেলা কালেক্টরেট সভাকক্ষে সেরা পুজো উদ্যোক্তাদের হাতে উপহার স্বরূপ স্মারক, ট্রফি এবং ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, জেলাশাসক ড. রশ্মি কমল, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি মহকুমা মিলিয়ে চারটি বিভাগে মোট ২০ টি পুজো কমিটির হাতে বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া হয়।
এর আগে, গত ১১ অক্টোবর মহাষষ্ঠীর সন্ধ্যায় জেলাশাসক ডঃ রশ্মি কমল সেই ২০ টি পুজো কমিটির নাম ঘোষণা করেছিলেন। মোট ৪ টি বিভাগে ‘সেরা পাঁচ’ এর তালিকা তৈরি করা হয়েছিল। জেলা প্রশাসনের বেছে নেওয়া তালিকা অনুযায়ী, সার্বিক বিচারে “সেরা পুজো” র তালিকায় যে ৫ টি পুজো কমিটি আছে, সেগুলি হল যথাক্রমে- রাঙামাটি সর্বজনীন দুর্গাপূজা কমিটি (মেদিনীপুর শহর, মেদিনীপুর সদর মহকুমা), হুমগড় সর্বজনীন দুর্গাপূজা কমিটি (মেদিনীপুর সদর মহকুমা), সবুজ সংঘ ক্লাব (খড়্গপুর মহকুমা), তেমাথানি পল্লীশ্রী দুর্গোৎসব কমিটি (খড়্গপুর মহকুমা) এবং কিসমত জগন্নাথপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি (মেদিনীপুর সদর মহকুমা)। অপরদিকে, “সেরা প্রতিমা”র তালিকায় যে ৫ টি পুজো কমিটি জায়গা পেয়েছে সেগুলি হল যথাক্রমে- রবীন্দ্রনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি (মেদিনীপুর শহর, মেদিনীপুর সদর মহকুমা), ন্যাশনাল বয়েজ ক্লাব (ঘাটাল মহকুমা), সোনাখালি স্কুলবাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি (ঘাটাল মহকুমা), কুশপাতা পঞ্চমপল্লী দুর্গাপূজা কমিটি (ঘাটাল মহকুমা) এবং নাড়াজোল দুর্গোৎসব কমিটি (ঘাটাল মহকুমা)। অন্যদিকে, “সেরা মণ্ডপ” এর তালিকায় থাকা ৫ টি পুজো কমিটি হল যথাক্রমে- আমলাশুলি সর্বজনীন দুর্গোৎসব (মেদিনীপুর সদর মহকুমা), সংযুক্তপল্লী দুর্গাপূজা কমিটি (মেদিনীপুর শহর, মেদিনীপুর সদর মহকুমা), ছোটবাজার সর্বজনীন দুর্গোৎসব সমিতি (মেদিনীপুর শহর, মেদিনীপুর সদর মহকুমা), রাধাকান্তপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি (ঘাটাল মহকুমা) এবং কুশপাতা সতেরোপল্লী সর্বজনীন (ঘাটাল মহকুমা)। এছাড়াও, কোভিড বিধি সঠিকভাবে পালন করার জন্য “সেরা কোভিড স্বাস্থ্যবিধি”র নিরীখে সেরা ৫ টি পুজো কমিটি হল যথাক্রমে- ঐক্য সম্মিলনী সর্বজনীন দুর্গোৎসব (মেদিনীপুর সদর মহকুমা), অশোকনগর সর্বজনীন দুর্গাপূজা কমিটি (মেদিনীপুর শহর, মেদিনীপুর সদর মহকুমা), আদি পূজা কমিটি (খড়্গপুর মহকুমা), প্রেমবাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি (খড়্গপুর মহকুমা) এবং বারুনি ঘাট সর্বজনীন দুর্গোৎসব কমিটি (ঘাটাল মহকুমা)।