দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জুন: নির্বাচনী যুদ্ধে তাঁর অন্যতম প্রতিশ্রুতি ছিল, দ্রুত বালিচক ফ্লাইওভারের (উড়ালপুল) নির্মাণ কাজ সম্পন্ন করার ব্যবস্থা করা। যুদ্ধ জয় করেও ভোলেননি নিজের প্রতিশ্রুতির কথা! বুধবার ফ্লাইওভারের অসমাপ্ত কাজ পরিদর্শন করে ডেবরার বিধায়ক তথা রাজ্যের কারিগরী শিক্ষা ও উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর কথা দিলেন- ২০২২ এর ২৯ জানুয়ারি মাসের মধ্যে ফ্লাইওভারের কাজ সম্পন্ন হবে। উল্লেখ্য যে, এই ফ্লাইওভারের কাজ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ ছিল। পাশাপাশি, ফ্লাইওভারের পাশের রাস্তা নিয়েও সাধারণ মানুষের নানা দাবি আছে। সেজন্যই, তিনি পরিদর্শন করে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলেন বলে জানিয়েছেন।
বুধবার, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক ডেবরা পঞ্চায়েত সমিতিতে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয় এই বিষয়ে। এই বৈঠকে উপস্থিত ছিলেন, রাজ্য সরকারের মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর, খড়্গপুরের মহাকুমাশাসক আজমল হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমি মুড়া, কর্মাধ্যক্ষ প্রদীপ কর, বিবেকানন্দ মুখার্জি প্রমুখরা। বৈঠকের পর অসমাপ্ত বালিচক ফ্লাইওভার পরিদর্শন করেন বিধায়ক ও মন্ত্রী হুমায়ূন কবীর। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বালিচক ফ্লাই ওভার ২০২২ এর ২৯ জানুয়ারির মধ্যে চালু হয়ে যাবে। মাঝখানে লকডাউন ও করোনা পরিস্থিতির জন্য কাজে সমস্যা হয়েছে। সাধারণ মানুষের নানা অভিযোগ ছিল, তাই পুরো বিষয়টি খতিয়ে দেখলাম। পাশের রাস্তাও এই মাসের ২৮ তারিখের মধ্যে সঠিকভাবে করে দেওয়া হবে।”