তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ:কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দ্বিতীয় বারের জন খড়ার পৌরসভার চেয়ারম্যান নির্বাচন হল। রাজ্য তৃণমূলের মনোনীত সন্ন্যাসী দোলই-কেই চেয়ারম্যান নির্বাচন করা হল। পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন, পূর্বা ভূঁইয়া। প্রসঙ্গত, গত ১৬ মার্চ খড়ার পৌরসভায় জয়ী কাউন্সিলরদের নিয়ে চেয়ারম্যান নির্বাচনের কাজ শুরু হয়। আর, এই চেয়ারম্যান নির্বাচন ঘিরে খড়ার পৌরসভার সামনে বেনজির বিক্ষোভ শুরু হয়। একাংশ, তৃণমূল কর্মীদের দাবি ছিল, অদ্যুৎ মন্ডল-কে চেয়ারম্যান নির্বাচন করতে হবে। এই দাবি তুলে পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। তৃণমূলের জেলা নেতৃত্ব দফায় দফায় বৈঠক করেও সমাধান সূত্র বের করতে পারেনি। শেষমেষ ভোটাভুটির মাধ্যমে, রাজ্য তৃণমূল নেতৃত্ব মনোনীত সন্যাসী দোলই নয়, চেয়ারম্যান নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর অদ্যুত মন্ডল।
উল্লেখ্য যে, খড়ার পৌরসভার ১০-টি ওয়ার্ডের মধ্যে আট টিতে জয়ী হয় তৃণমূল। বাকি দুটি ওয়ার্ডে জয়ী হয় বিজেপি। ভোটাভুটিতে অদ্যুৎ মন্ডল ও সন্ন্যাসী দোলইয়ের নাম প্রস্তাব হয়। গোপন ব্যালটের মাধ্যমে ভোট দান করেন খড়ার পৌরসভার জয়ী প্রার্থীরা। অদ্যুৎ মন্ডল ৬ টি ভোট (নিজের সহ) পান। বিজেপির দুই জয়ী প্রার্থীও অদ্যুৎ মন্ডল-কে ভোট দেন বলে জানা যায়। সন্ন্যাসী দোলই ৪ টি ভোট (নিজের ভোট সহ) পান। চেয়ারম্যান নির্বাচিত হন অদ্যুৎ মন্ডল। এর কয়েক ঘন্টার মধ্যেই, দল বিরোধী কার্যকলাপের জন্য অদ্যুৎ মন্ডল-কে দল থেকে বহিষ্কার করা হয়। বোর্ড গঠনে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ায়, দল বিরোধী কার্যকলাপের জন্য ২ জয়ী বিজেপি প্রার্থীর বিরুদ্ধেও ব্যবস্থা নয় বিজেপি। তবে, পুরো ঘটনায় শাসকদল তৃণমূলের মুখ পুড়ে! ঘটনায়, তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে। এরপর, নাটকীয়ভাবে পরেরদিনই অদ্যুৎ বাবু ঘাটাল মহকুমা শাসকের হাতে পদত্যাগপত্র জমা দেন। রাজনৈতিক মহল মনে করে, রাজ শক্তির কাছে হার মানেন অদ্যুৎ বাবু। খড়ার পৌরসভায় নতুন করে আবার বোর্ড গঠনের বিজ্ঞপ্তি জারি করে প্রশাসন। ২৯ মার্চ খড়ার পৌরসভার নতুন বোর্ড গঠনের দিন ধার্য করে প্রশাসন। সেখানেই, অদ্যুত মন্ডল বাদে বাকি ৭ জন কাউন্সিলরের ভোট পেয়ে সর্বসম্মতভাবে চেয়ারম্যান নির্বাচিত হন সন্ন্যাসী দলই। শপথবাক্য পাঠ করান ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস। এদিকে, জেলা নেতৃত্ব ঘাটাল মহকুমার পাঁচটি পৌরসভার চেয়ারম্যানকে মঙ্গলবার সংবর্ধনা প্রদান করে। সংবর্ধনা দেওয়া হয় ভাইস চেয়ারম্যানদেরও।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: অবশেষে মেদিনীপুরে উড়ল 'সু-জয়' নিশান! প্রায় ৩৪…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৩ নভেম্বর: নৈহাটি, সিতাই, হাড়োয়া, মাদারিহাট, তালডাংরা এবং মেদিনীপুর- বিধানসভা উপনির্বাচনে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…