দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর:”ওরে নবমী-নিশি, না হইও রে অবসান…”! মন না চাইলেও রাত পোহালেই মা-কে বিদায় দেওয়ার পালা। বিসর্জনের বাদ্যি বেজে উঠবে। সেই প্রস্তুতি শুরু করে দিল মেদিনীপুর পৌরসভাও। নবমীর দুপুরে মেদিনীপুর শহরের কংসাবতী নদীর তীরে গান্ধী ঘাট এলাকায় প্রতিমা নিরঞ্জনের সমস্ত রকম প্রস্তুতি খতিয়ে দেখতে পৌঁছে যান, মেদিনীপুর পৌরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপারসন সৌমেন খান এবং কোতোয়ালী থানার পুলিশ আধিকারিকরা।

thebengalpost.net
গান্ধী ঘাট :

প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর শহরের প্রতিমাগুলির নিরঞ্জন হয় মেদিনীপুর শহরের কংসাবতী নদীর ঘাটে। আর, সেই নদী ঘাটে কি কি ব্যবস্থা রাখা হয়েছে, কিভাবেই বা নিরঞ্জন করা হবে সেই সমস্ত বিষয়ে খুঁটিনাটি দেখতেই হাজির হয়েছিলেন পৌর প্রশাসক, কোতোয়ালী থানার আইসি ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মেদিনীপুর পৌরসভার পৌর প্রশাসক সৌমেন খান জানান, “সমস্ত রকমের ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের তরফে। নদীতে যেহেতু জল রয়েছে তাই বিপর্যয় মোকাবিলা দপ্তরের লোকজনও থাকছে নদীতে, যাতে বড় কোনও বিপর্যয় না ঘটে।”