দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ এপ্রিল: গভীর রাতে বেপরোয়া বালি গাড়ির বলি মেদিনীপুর শহরের দু’জন। একেবারে জেলা শহর মেদিনীপুরের মধ্যেই বেপরোয়া বালিগাড়ির দৌরাত্ম্য আর পথ কুকুরের তাড়ায় মৃত্যু শহরেরই এক যুবকের। যুবককে ধাক্কা মেরে পালাতে গিয়ে ওই ঘাতক বালি ট্রাক আরও এক পথচারীকে পিষ্ট করলো! ঘটনার এই সিসিটিভি ফুটেজে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মেদিনীপুরে। বালিগাড়ি আর পথ কুকুরের দৌরাত্ম্য নিয়ে বিরোধীদের পাশাপাশি প্রশ্ন তুললেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান স্বয়ং। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর রাতে (আড়াইটা নাগাদ) মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় একটি কাজ সেরে, বাইক নিয়ে নিজের বাড়ি অলিগঞ্জের দিকে ফিরছিলেন শেখ হাশমত (৩৫) নামে এক যুবক। জগন্নাথ মন্দির এলাকার প্রধান রাস্তায় ওঠার আগেই বেশকিছু পথ কুকুর তাঁকে তাড়া করে। কুকুরের তাড়ায়, দ্রুত রাস্তায় উঠতেই, মেদিনীপুর শহর থেকে খড়্গপুর গামী একটি দ্রুতগতির দশ চাকার বালি ট্রাক তাঁকে পিষে দিয়ে বেরিয়ে যায়। ঘাতক ওই লরিটি ঘটনাস্থল থেকে দ্রুত পালাতে গিয়ে প্রায় পাঁচশো মিটার দূরে (মোহনপুর ব্রিজ সংলগ্ন এলাকায়) আমতলা এলাকায় আরো এক বাইক আরোহীকে পিষ্ট করে দিয়ে বেরিয়ে যায়। মেদিনীপুর শহরের বাসিন্দা ওই যুবকের নাম বুদ্ধদেব সাহা (৪০) বলে জানা গেছে। পুলিশ ঘাতক ট্রাকের সন্ধান চালাচ্ছে। এদিকে, এই ভয়াবহ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মেদিনীপুর শহরে।
প্রসঙ্গত, কংসাবতী নদী থেকে বালি ভর্তি করে মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া প্রভৃতি এলাকা থেকে শহরের ভেতর দিয়ে যেভাবে বেপরোয়া বালি ট্রাক যাতায়াত করে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরের বাসিন্দারা। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি তথা জগন্নাথ মন্দির এলাকার বাসিন্দা অরূপ দাস বলেন, “পুলিশ প্রশাসনের উদাসীনতায় বেপরোয়া অবৈধ লরির যাতায়াত শহরকে অতিষ্ঠ করে তুলেছে। এর পিছনে পরোক্ষ মদত রয়েছে পুলিশ প্রশাসনের। অবিলম্বে এই ঘটনা বন্ধ হওয়া উচিত।” অন্যদিকে, রাতের দিকে পথ কুকুরদের দৌরাত্ম্য নিয়েও প্রশ্ন তুলেছেন শহরবাসী। জগন্নাথ মন্দির সহ একাধিক এলাকায় এই পথ কুকুরের দল বাইক আরোহীদের তাড়া করে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। একাধিক ব্যক্তিকে খেতে হয়েছে কুকুরের কামড়ও। কিংবা, তাঁরা বাইক নিয়ে পড়েও গুরুতর চোট পেয়েছেন। মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান বলেন, “মেদিনীপুর শহরের লরিগুলির এই দৌরাত্ম্য বন্ধ হওয়া প্রয়োজন রয়েছে। তা না হলে, গভীর রাতে চিকিৎসার প্রয়োজনেও মানুষ বের হয়। তারা এই দুর্ঘটনার শিকার হবেন। সেইসাথে মেদনীপুর শহরে প্রচুর পথ কুকুরের দৌরাত্ম্য শুরু হয়েছে। বহুবার তাদের আক্রমণের কারণে দুর্ঘটনার শিকার হন মানুষ। কালকে জগন্নাথ মন্দির চক এলাকার দুর্ঘটনার পেছনে এই পথ কুকুরদের আক্রমণ একটা কারণ। এই দুই বিষয়ে যাতে বন্ধ হয় সেটা দেখা হচ্ছে।” এদিকে, পথ কুকুরদের একটি সংগঠনের তরফে বলা হয়েছে, কুকুর তাড়া করলে, দ্রুত পালানোর চেষ্টা না করে, দাঁড়িয়ে যাওয়া প্রয়োজন! তবে, অনেকেই সেই সাহস দেখাতে পারেন না যদিও।
অপরদিকে, মঙ্গলবার সকালে খড়্গপুর শহরেও মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। খড়গপুর শহরের ব্যস্ততম ইন্দা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ন’টা-দশটা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যক্তি তাঁর বাইকে করে যখন খড়্গপুর শহরের দিকে যাচ্ছিলেন, সেই সময় ইন্দা (খড়্গপুর লোকাল থানার ঠিক সামনে) এলাকায় তাঁর বাইকের পেছনে ধাক্কা মারে একটি মালবাহী ট্রাক। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন এবং সেখানেই মৃত্যু হয় বাইক চালকের। খড়্গপুর গ্রামীণ এলাকার বড়কোলার বাসিন্দা ওই ব্যক্তির নাম শমিত প্রধান (৫৪) বলে জানা গেছে। বাইক চালকের মাথায় ছিল হেলমেট। তবে, তা খুলে রাস্তায় পড়ে যায়! মঙ্গলবার সকালে এই দুর্ঘটনায়, খড়্গপুর লোকাল থানার ঠিক সামনেই বিশাল যানজটের সৃষ্টি হয়। খড়গপুর টাউন থানার পুলিশ এসে যুবকের মৃতদেহ উদ্ধার করে, খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘাতক ট্রাক ও চালককেও আটক করা হয়। সেই সঙ্গে যানজট মুক্ত করা হয় ওই এলাকা।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…