দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি:বন্ধুকে বাইকে চাপিয়ে ঠাকুর দেখতেই বেরিয়েছিলেন হয়তো। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ওই যুবকের! আহত বাইকে থাকা অপর যুবকও। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার কোতাইগড় এলাকার। শনিবার নারায়ণগড় থানার কোতাইগড় থেকে বড়কলঙ্কাই এর মাঝে মকরামপুর-তেমাথানি রাস্তায় একটি মাছ বোঝাই পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয় মোটরবাইকের। মোটরবাইকের চালক সৌরভ জানা নামে বছর ২০’র যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হয় বাইকের পেছনে থাকা তার বন্ধু তথা আরেক যুবক। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে মেডিক্যাল কলেজে পাঠানো হয়! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

thebengalpost.net
যুবকের মৃত্যু:

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার কোতাইগড়ের কাছে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যানের পেছনে দ্রুত গতিতে আসা মোটরবাইকটি ধাক্কা মারে! ঘটনাস্থলেই বাইক চালক সৌরভ জানা’র মৃত্যু হয়। গুরুতর আহত হয় অপর যুবক। তাঁকে স্থানীয়রাই উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ। জানা গেছে, বাইকের গতি এতটাই তীব্র ছিল, মাথায় হেলমেট থাকলেও শেষ রক্ষা হয়নি! বাইক চালকের মৃত্যু হয় ঘটনাস্থলেই। অপরদিকে, শনিবার সরস্বতী পূজার আনন্দ করতে বেরিয়ে বাইক দুর্ঘটনায় জখম হল দুই বাইক আরোহী। আহত দুই বাইক আরোহীকে বেলদা গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়। জানা গেছে বেলদার দেউলী এলাকা থেকে দুই যুবক মোটর বাইকে করে সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছিল কেশিয়াড়ির দিকে। পাঁচিয়াড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ওই দুই বাইক আরোহী। তাঁদের উদ্ধার করে স্থানীয়রা বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।

thebengalpost.net
আহত দুই বাইক আরোহী: