দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: কপাল জোরে প্রাণ বাঁচল এক যুবকের। অন্য জনের মৃত্যু হল মর্মান্তিক দুর্ঘটনায়! দু’জনেরই বয়স ৩০-এর আশেপাশে। দু’টি ঘটনাই ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে। পুলিশ সূত্রে জানা গেছে, শালবনী ব্লকের সিজুয়া সংলগ্ন তিলাবনী এলাকা থেকে শুক্রবার সাত সকালেই ধান বোঝাই ট্রাক্টর চালিয়ে শালবনীর চকতারিনীর দিকে যাচ্ছিলেন মেগাখাম (শালবনী ব্লকের) গ্রামের যুবক শ্যামসুন্দর ঘোষ। গাড়িতে ছিলেন ধানের মালিক অরুন বাশুলিও। কিছুদূর আসার পর হঠাৎই সাহেববাঁধ সংলগ্ন আনন্দনগর এলাকায় ট্রাক্টরের পেছনের অংশ (ডালা) খুলে যায়! তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে ঝাঁ চকচকে গ্রামীণ সড়কের উপর উল্টে যায় প্রায় নতুন ট্রাক্টর। আর, তাতেই চাপা পড়ে যান বছর ৩৪ এর তরতাজা যুবক! আহত হন অপর ব্যক্তিও। স্থানীয় সূত্রে খবর পেয়ে, দ্রুত তাঁদের উদ্ধার করে শালবনী থানার তরফে পাঠানো হয় নিকটবর্তী শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা শ্যামসুন্দরকে মৃত বলে ঘোষণা করেন! অরুন বাশুলিকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিকে, ট্রাক্টর চালক শ্যামসুন্দরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শালবনীতে!

thebengalpost.net
ভয়াবহ ট্রাক্টর দুর্ঘটনা:

অপরদিকে, শুক্রবার গভীর রাতে দুর্ঘটনায় আহত অপর এক যুবকের প্রাণ বাঁচল কপাল জোরে! শালবনী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত্রি সাড়ে বারোটা-একটা নাগাদ ঘটনাটি ঘটে শালবনী ব্লকের গোদাপিয়াশাল ও কাছারিরোডের মাঝামাঝি স্থানে জাতীয় সড়কের উপর। ৬০ নম্বর জাতীয় সড়কের উপর এক বাইক চালক গুরুতর জখম ও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে ছিলেন। এক পাশে পড়ে ছিল মাথা থেকে খুলে যাওয়া হেলমেট, অন্যপাশে তাঁর বাইকটি। এদিকে, মেদিনীপুরে একাধিক কর্মসূচি শেষে, রাত্রি সাড়ে বারোটা নাগাদ ওই পথ দিয়েই (৬০ নং জাতীয় সড়কের উপর দিয়ে) শালবনীতে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ। ওই যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেই তিনি নিজের গাড়ি দাঁড় করিয়ে, দ্রুত শালবনী থানায় খবর দেন। আইসি গোপাল বিশ্বাসের নেতৃত্বে অতি দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে শালবনী থানার পুলিশ কর্মীরা নিয়ে যান শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে। খবর দেওয়া হয় যুবকের বাড়িতেও। পুলিশ সূত্রে জানা গেছে, বছর ২৬ এর যুবকের নাম শান্তনু রানা। বাড়ি কেশপুর ব্লকের জগন্নাথপুরে। শুক্রবার সকালে পাওয়া খবর অনুযায়ী, যুবকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল! হাসপাতাল সূত্রে খবর, অতিরিক্ত মদ্যপানের কারণেই বাইক নিয়ে জাতীয় সড়কের উপর পড়ে গিয়েছিলেন যুবক। মাথায় চোট পেয়েই সংজ্ঞা হারিয়েছিলেন। তবে, হেলমেট থাকায় আঘাতের পরিমাণ তুলনামূলক ভাবে কম বলেও জানিয়েছেন চিকিৎসকরা। আপাততো তাঁর সংজ্ঞা ফিরে এসেছে এবং তাঁকে পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হাসপাতালে পৌঁছেছেন পরিবারের সদস্যরাও। এদিকে, ব্যস্ততম ৬০ নং জাতীয় সড়কের উপর যেভাবে ওই যুবক গভীর রাতে পড়েছিলেন, তাতে যে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত, তা মানছেন সংশ্লিষ্ট সকলেই।

thebengalpost.net
জাতীয় সড়কের উপর পড়ে যুবক, কর্মাধ্যক্ষের তৎপরতায় উদ্ধার করল পুলিশ: