দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: সাত সন্ধ্যায় মারাত্মক দুর্ঘটনা ৬০ নং জাতীয় সড়কের উপর! একটি প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন ২ জন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত সুন্দরা সংলগ্ন সৈয়দপুর পেট্রল পাম্পের সামনে। আহত দুই ব্যক্তির নাম হল- বিশ্বজিৎ জানা এবং গোপাল পাত্র। বাড়ি যথাক্রমে গোয়ালতোড় (কেওয়াকোল) ও শালবনী (বয়লা) তে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে শালবনী থানার তরফে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপাল পাত্র নামে বছর ৪৫ এর ব্যক্তি ওই সুইফট ডিজায়ার প্রাইভেট কারটি চালাচ্ছিলেন এবং পাশে বসে ছিলেন বিশ্বজিৎ জানা। তাঁরা শালবনী অভিমুখে যাচ্ছিলেন। ৬০ নং জাতীয় সড়কের উপর সুন্দরার সৈয়দপুর পেট্রোল পাম্পের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে! ঘটনায় গুরুতর আহত হন সুইফট ডিজায়ারে গাড়িতে থাকা দুই ব্যক্তি। তাঁদের স্থানীয়রা উদ্ধার করেন। এরপর, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শালবনী থানার পুলিশ। স্থানীয় মানুষদের সহযোগিতায় গুরুতর আহত দুই ব্যক্তিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।