তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর: ট্র্যাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে একদিকে চলছে পুলিশের কড়া অভিযান। হেলমেট হীন বাইক চালক থেকে শুরু করে লাইসেন্স, বৈধ কাগজপত্র না থাকার কারণে প্রতিদিন প্রায় হাজারখানেক যানবাহন চালককে করা হচ্ছে ফাইন! তবে, তার মধ্যেই ঘটে চলেছে দুর্ঘটনাও। গত ১০ দিনে পশ্চিম মেদিনীপুরে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়! বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বওড়া এলাকায়। জানা যায়, ক্ষীরপাই থেকে এক যুবক মোটরসাইকেলে জাড়ার দিকে যাচ্ছিলেন। সেই সময়, আরামবাগ থেকে ক্ষীরপাইগামী একটি লরি দ্রুত গতিতে এসে তাঁর বাইকের পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।

thebengalpost.net
দুর্ঘটনাগ্রস্ত বাইক:

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম বিকাশ সিং। বয়স আনুমানিক ৩২। বাড়ি চন্দ্রকোনার জাড়া গ্রামে। এদিকে, এই দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, রাস্তা খারাপের জন্য এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে বারবার। উল্লেখ্য যে এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে এই রাজ্য সড়ক বেহাল অবস্থায় পড়ে আছে। আর, এই বেহাল রাস্তার ফলেই গত দুই বৎসরে প্রায় ৪৩ জনের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়! এরপরই, বৃহস্পতিবার রাত অবধি তাঁরা বিক্ষোভ অবরোধ শুরু করেন। এরপর পুলিশ প্রশাসনের আশ্বাসে ঘন্টাখানেক পর অবরোধ ওঠে। তারপরই মৃতদেহ উদ্ধার করে পুলিশ! ঘটনা ঘিরে এলাকায় একদিকে যেমন উত্তেজনা ছড়ায়, ঠিক তেমনই তৈরি হয়েছে শোকের আবহ!