দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জুন:শুক্রবার (১০ জুন) বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঠাকুরচকে একটি ব্যক্তিগত চার চাকার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হল ৩। ওইদিন-ই প্রভাস মাইতি নামে ২৮ বছরের এক যুবকের মৃত্যু হয়। শনিবার এক নাবালক সহ আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের কুলটিকরি এলাকা থেকে একটি ব্যক্তিগত চারচাকা গাড়িতে করে ৫ জন যাচ্ছিলেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের দিকে। মাঝখানে, বেলদা থানার ঠাকুরচক এলাকায় (বেলদা ও খাকুড়দার মাঝামাঝি স্থানে) একটি লরির সঙ্গে চারচাকা ওই গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হন, চারচাকার মধ্যে থাকা সকলেই। তাঁদের মধ্যে এক‌ প্রৌঢ়, এক মহিলা এবং তাঁর নাবালক ছেলে-ও ছিলেন। স্থানীয়রাই প্রথমে তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসেন। এরপর, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার বিশাল পুলিশ বাহিনী। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় বেলদা গ্রামীন হসপিটালে। কিন্তু, একজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন! মৃত ব্যক্তির নাম প্রভাস মাইতি। বয়স মাত্র ২৮ বছর। বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাল্যগোবিন্দপুর এলাকায়। বাকিদের স্থানান্তরিত করা হয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই ওই বছর ১৪’র নাবালক সৌম্যজিত পাত্র এবং বছর ৮৫’র প্রৌঢ় নলিনী রঞ্জন পাত্রের মৃত্যু হয় বলে জানা গেছে। জানা গেছে, সাঁকরাইল ব্লকের লাউদোহা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা চিত্তরঞ্জন পাত্রের পরিবার ওই গাড়িতে করে পটাশপুরের দিকে আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। তাঁর স্ত্রী, পুত্র, বাবা এবং আত্মীয় সহ ৫ জন ওই গাড়িতে ছিলেন। মৃত সৌম্যজিত পাত্র এবং নলিনী রঞ্জন পাত্র যথাক্রমে চিত্তরঞ্জন বাবু’র ছেলে ও বাবা বলে জানা গেছে। ঘটনায় শোকস্তব্ধ তাঁর পরিবার সহ পুরো এলাকা!

thebengalpost.net
বেলদার ঠাকুরচকের দুর্ঘটনা :

অপরদিকে, অসুস্থ বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে এসে শনিবার রাতে মারাত্মক পথ দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ছেলে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকার। জানা গেছে, বেলদা থানার রাধানগরের বাসিন্দা নগেন্দ্রনাথ সিং অসুস্থ অবস্থায় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল চিকিৎসাধীন। আর তাঁর চিকিৎসার টাকা আনতে বাড়িতে এসেছিলেন ছেলে গুরুপদ সিং। সেই টাকা নিয়ে বাড়ি থেকে হাসপাতাল যাওয়ার পথে গুড়দলা এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন বছর ২৭-এর ছেলে। শনিবার সন্ধ্যা নাগাদ নিজের বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরপর, ওই যুবককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে, অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রচন্ড রক্তক্ষরণের কারণে তাঁকে রক্ত দিতে হচ্ছে বলে জানা গেছে। এই মুহূর্তে মেদিনীপুর মেডিক্যালেই তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।

thebengalpost.net
গুরুতর আহত যুবক গুরুপদ সিং: