দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: ফের মর্মান্তিক দুর্ঘটনা‌ পশ্চিম মেদিনীপুরে! বেপরোয়া ডাম্পারের ধাক্কাতে মৃত্যু হল দুই যুবকের। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চন্ডীপুর এলাকাতে রাজ্য সড়কের উপর চলন্ত বাইকের পেছনে দ্রুত গতির ডাম্পারটি ধাক্কা দেয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি উল্টে যায় রাস্তার উপরেই। তারওপর দিয়েই চলে যায় ডাম্পার! ঘটনাস্থলেই বাইকে থাকা তিনজনের মধ্যে দু’জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক যুবক। এদিকে, ঘাতক ডাম্পারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, পরে পুলিশ সেটিকে আটক করে।

thebengalpost.net
ঘটনাস্থলে উত্তেজনা:

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাইকে করে তিনজন যুবক কেশপুর থেকে দাসপুরের দিকে যাচ্ছিলেন। সেইসমই চন্ডীপুর এলাকাতে মেদিনীপুরের দিক থেকে দাসপুরের দিকে যাওয়া একটি মালবাহী ডাম্পার পেছন থেকে ধাক্কা দেয় ওই মোটর বাইকটিকে। ১০ চাকার ওই মালবাহী লরি বা ডাম্পারটি মোটর বাইকটিকে ধাক্কা দিলে স্বাভাবিকভাবেই ভারসাম্য হারিয়ে তিন যুবক বাইক হহ উল্টে যায় রাস্তার ওপরে। তার ওপর দিয়েই চলে যায় বিশাল ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বদেশ কুইলা ও প্রদীপ কুইলা নামে দুই যুবকের। আশঙ্কাজনক অবস্থায়, পাপাই কুইলা নামে এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়েই দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয়দের সহায়তায় আহত ওই যুবককে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে৷ পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ও আহত সকলেই কেশপুরের বাঁশগেড়িয়া এলাকার বাসিন্দা। দাসপুর পুলিশ ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করে তদন্ত শুরু করেছে।

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):