Accident

বিপজ্জনক ভাবে ঝুলে থাকা ইলেকট্রিক তারে হাত দিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শালবনীর ছোট্ট লক্ষ্মী, কর্তব্যে গাফিলতির অভিযোগ কোম্পানির কর্মীদের বিরুদ্ধে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জুন: বিদ্যুৎ বন্টন কোম্পানীর গাফিলতিতে ছোট্ট লক্ষ্মী’কে “বিসর্জন” দিতে হল নিজের ডান হাত! শুধু তাই নয়, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঝুলছে আট বছরের লক্ষ্মীর প্রাণ। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের শালবনী বাজার সংলগ্ন মাঝিপাড়া গ্রামের সুজয় পাতরের ৮ বছরের মেয়ে লক্ষ্মী নিজেদের নির্মীয়মাণ বাড়ির ছাদে খেলতে গিয়ে, বিপজ্জনক ভাবে ঝুলে থাকা (একদম নীচ দিয়ে চলে যাওয়া) ১১ হাজার ভোল্টের তারে ভুলবশত হাত দিয়ে ফেলে গত ২৯ শে মে! ডান হাত, বুক সহ ঝলসে যায় প্রায় পুরো শরীর। এরপর, তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে অবস্থার কোনও উন্নতি না হওয়ায়, স্থানান্তরিত করা হয় পিজি হাসপাতালে। পরিবার সূত্রে জানা গেছে, সেখানেই তার ডান হাতটি বাদ দিতে হয় শরীর থেকে। এখনও বিপদ কাটেনি বলেও জানা গেছে! এই ঘটনায় শোকস্তব্ধ শালবনী বাসী। শালবনী ব্লক তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ জানিয়েছেন, “খুবই মর্মান্তিক ঘটনা! আমরা লক্ষ্মীর দ্রুত আরোগ্য কামনা করছি। পরিবারের সঙ্গে আমরা নিরন্তর যোগাযোগ রেখেছি।”

এভাবেই বিপজ্জনক ভাবে ঝুলছে তার :

এদিকে, এই ঘটনায় বিদ্যুৎ বন্টন কোম্পানী WBSEDCL এর বর্তমান পরিষেবার বিষয়টি নিয়ে আবারও একবার তীব্র ক্ষোভে ফেটে পড়লেন জঙ্গলমহলবাসী। স্থানীয়রা জানালেন, দীর্ঘদিন ধরেই সঠিক মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণের অভাবে লাইনের তারগুলি ঝুলে আছে। গত ২৬ তারিখে যশ (Yaas) সুপার সাইক্লোনের ফলে, বিদ্যুৎ পরিবাহী লাইনের খুঁটিগুলি আরও কাত হয়ে যাওয়ার কারণে, লাইনে তারগুলি আরও ঝুলে যায়। শালবনীর এক বাসিন্দা জানালেন, “দপ্তরে বার বার জানানোর পরেও কোনও সুরাহা হয়নি।” এই ধরনের ঘটনারই ‘চরম ফল’ ভুগতে হল শালবনীর দিন আনা দিন খাওয়া ওই পরিবারকে। স্বরূপে’র বাড়ির উপর দিয়ে চলে যাওয়া ১১ হাজার তারটিও অতিরিক্ত ঝুলে যাওয়ার কারণেই এই বিপদ ঘটেছে বলে জানা গেছে। শালবনীর এক যুবক জানিয়েছেন, “পুরো শালবনী ব্লক জুড়ে বিদ্যুৎ বন্টন কোম্পানীর চুক্তিভিত্তিক কর্মী ও ঠিকাদাররা কোনো কাজই করছেন না!” বিষয়টি ইতিমধ্যেই বিদ্যুৎ বন্টন কোম্পানীর আধিকারিক থেকে বিডিও’র কানে তোলা হয়েছে বলে জানিয়েছেন শালবনীর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ। সন্দীপ বললেন, “এস এম জানিয়েছেন বিষয়টি তাঁরা সহানুভূতি ও তৎপরতার সঙ্গে বিবেচনা করবেন।” কিন্তু, কবে পদক্ষেপ নেওয়া হবে বা হবেনা, তার থেকেও বড় কথা, এই ধরনের গাফিলতির ফল যদি ভুগতে হয় এক শিশু’কে, সেই অপরাধের দায় কে নেবে!

বিপজ্জনক ভাবে ঝুলছে তার! বিদ্যুৎ বন্টন কোম্পানীর গাফিলতিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শালবনীর ছোট্ট লক্ষ্মী :

মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় , পরে বাদ দিতে হয় এই হাতটি :

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

8 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

15 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago