দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ: ভর দুপুরেই ভয়াবহ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে! বেপরোয়া পিকাপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক প্রৌঢ়ের। শালবনী ব্লকের ভীমপুর বাজারে মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম মনীন্দ্র নাথ মাহাতো। বয়স আনুমানিক ৮০। শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘাতক গাড়ি সহ চালককে আটক করে নিয়ে আসা হয়েছে বলেও জানা গেছে পুলিশ সূত্রে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভীমপুর বাজারে অবস্থিত একটি ব্যাঙ্কে নিজের কাজ সেরে ওই প্রৌঢ় রাজ্য সড়ক পেরোচ্ছিলেন। সেই সময়ই একটি বেপরোয়া গতির পিকাপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়! ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মনীন্দ্র নাথ মাহাতো নামে ওই বৃদ্ধ। তাঁর বাড়ি ভীমপুর সংলগ্ন কয়মা এলাকায় বলে জানা গেছে। এদিকে, পিকাপ ভ্যানটি খালি ছিল এবং তা অত্যন্ত দ্রুত গতিতে পিড়াকাটা থেকে লালগড় অভিমুখে যাচ্ছিল বলে জানা গেছে। এরপরই, স্থানীয় জনতা ওই পিকআপ ভ্যানটিকে আটক করে। খবর পেয়েই পিড়াকাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং বৃদ্ধের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। চালকসহ পিকাপ ভ্যানটিকে আটক করে নিয়ে আসা হয়েছে পিড়াকাটা পুলিশ পোস্টে। এই ধরনের বেপরোয়া গতির পিকাপ ভ্যানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয়রা। অপরদিকে, শিবরাত্রির দিন আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়!