তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুন: সাতসকালেই মর্মান্তিক বাইক দুর্ঘটনা! মৃত্যু হল দু’জনের। আশঙ্কাজনক আরও একজন। অতিরিক্ত গতির জন্য-ই এই দুর্ঘটনা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-গড়বেতা রাজ্য সড়কের আমশোল এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নিয়েছে। অপরদিকে, আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকাল নাগাদ চন্দ্রকোনা থেকে গড়বেতা গামী রাজ্য সড়কের উপর দুই মোটর বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গেছে, গড়বেতার আমশোল এলাকার বাসিন্দা, পেশায় রং মিস্ত্রি রাম ঘোষ (৪৫) নিজের মোটর বাইকে করে চন্দ্রকোনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময়ই চন্দ্রকোনা থেকে গড়বেতা গামী একটি মোটর বাইকের গতি বেশি থাকায় রামের বাইকে দ্রুতবেগে ধাক্কা মারে। ওই বাইকে ছিলেন ২ জন। এই দুর্ঘটনায় ছিটকে পড়েন তিন বাইক আরোহী-ই। এরপরই, দ্রুত তাঁদের উদ্ধার করে, স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলে, ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক চালকের। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হতে পারে বলে জানা গেছে। এদিকে, এই দুর্ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। তবে, পুলিশের পক্ষ থেকে ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ কর্মসূচি’র মাধ্যমে বারবার হেলমেট পরিধান করা ও নিয়ন্ত্রণে গাড়ি চালানোর বার্তা দেওয়া হলেও, এখনও যে সাধারণ মানুষের হুঁশ ফেরেনি তা বলাই বাহুল্য!