তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের বলি হলেন পশ্চিম মেদিনীপুরের এক যুবক! স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের রাধানগরে একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার সময় পরপর দু’টি বাইককে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটর বাইক আরোহীর! আশঙ্কাজনক আরও এক মোটরবাইক আরোহী। এই, ঘটনার পরই উত্তেজিত জনতা মৃতদেহ আটকে রেখে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ।দীর্ঘক্ষণ রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেও, মৃত ব্যক্তির দেহ উদ্ধারে বেগ পেতে হয়। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায়।

thebengalpost.net
দুর্ঘটনা :

জানা গেছে, বুধবার দুপুর নাগাদ ঘাটাল থেকে চন্দ্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতবেগে যাচ্ছিল। ঘাটালের রাধানগর এলাকায়, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা দু’টি বাইককে পরপর ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। মৃত বাইক আরোহীর নাম বিশ্বজিৎ দে (৩৫)। রাধানগর এলাকাতেই তাঁর বাড়ি বলে জানা যায়। গুরুতর আহত হন অপরজন। স্থানীয়দের দাবি, দুর্ঘটনাস্থলে বাঁক রয়েছে, তা সত্ত্বেও বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন ওই যাত্রীবাহী বাসের চালক! তাতেই দুর্ঘটনা। ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে বাস চালকের শাস্তি এবং মৃতের উপযুক্ত ক্ষতিপুরণের দাবি করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটিকে আটক করা হলেও চালক পলাতক বলে জানা গেছে। তার সন্ধান চালাচ্ছে পুলিশ।