thebengalpost.net
ভয়াবহ দুর্ঘটনা :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জানুয়ারি: বছরের দ্বিতীয় দিনেই সাতসকালে পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায় ১৬ নং জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি ব্যক্তিগত চারচাকা গাড়ি (প্রাইভেট কার) ঢুকে গেল রাস্তার পাশের একটি দোকানে। ওই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একাধিক প্রাতঃভ্রমণকারী সহ মোট ৭ জনকে ধাক্কা মারে গাড়িটি। দ্রুত তাঁদের উদ্ধার করে পাঠানো হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই ২ জনকে মৃত ঘোষণা করা হয়! আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। ৩ জন ডেবরা হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। চালক সহ গাড়িটিকেও আটক করা হয়েছে বলে জানা গেছে। ঘটনা ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে।

thebengalpost.net
ভয়াবহ দুর্ঘটনা :

thebengalpost.net
ঘাতক গাড়িটি:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হৈপথ এলাকায় (১৬ নং জাতীয় সড়কে)। কলকাতা থেকে খড়্গপুর গামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের মধ্যে ঢুকে যায়। সেই সময় দোকানের সামনে ৭ জন ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাতঃ ভ্রমণ করতে আসা কল্পনা মান্না (৬১) নামে এক প্রৌঢ়ার। পাশাপাশি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা যুবক নির্মল ভুঁইয়া (২১)’রও মৃত্যু হয়। আহত হয় আরো ৫ জন। আশঙ্কাজনক ২ জনকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে, ঘন কুয়াশার কারণে নাকি চালকের ঘুম এসে যাওয়ায় দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি আটক করে ডেবরা থানা ও মহকুমা পুলিশ প্রশাসনের তরফে তদন্ত শুরু করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া!

thebengalpost.net
ঘটনাস্থলে চলছে উদ্ধারকার্য:

thebengalpost.net
ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা :