দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নদীয়া, ২৮ নভেম্বর: মাঝরাতের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ১০ জনের। তালিকায় আছে এক শিশুও। মৃত্যু হয়েছে প্রতিবেশী আরও ৮ জনের! বাংলায় ঘটে যাওয়া সাম্প্রতিককালের এই ভয়াবহ দুর্ঘটনায় সবমিলিয়ে মৃতের সংখ্যা ১৮। জানা গেছে, উত্তর ২৪ পরগনার বাগদার পারমাদনের বাসিন্দা, মুহুরি পরিবারের নবতিপর সদস্য শিবানী মুহুরির (৯২) মৃত্যু হয় গতকাল (শনিবার)। রাত সাড়ে ১০টা নাগাদ তাঁর দেহ নিয়ে নবদ্বীপে শেষকৃত্যের উদ্দেশ্যে রওনা দেন মুহুরি পরিবারের অনেকেই। সঙ্গে ছিলেন প্রতিবেশীদের কয়েকজন। সব মিলিয়ে শবযাত্রীর সংখ্যা ছিল প্রায় ৪০। কিন্তু, ওই রাতেই নদীয়ার হাঁসখালির ফুলবাড়ি মাঠের কাছে রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে শববাহী লরিটি। তার জেরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহত হয়েছেন প্রয়াত শিবানীর মেজ ছেলে বৃন্দাবন মুহুরি (৬০), তাঁর দুই মেয়ে, ভাইয়ের স্ত্রী জয়ন্তী মুহুরি (৫০), পুত্রবধূ অনিতা মুহুরি (২২), মেয়ে মুনমুন মুহুরি (২১), নাতনি খুশি (৪) এবং আরও কয়েক জন আত্মীয়। এ ছাড়া বিজয় মণ্ডল (৬৫), হাজারি বিশ্বাস (৮৫), সুকুমার বিশ্বাস (৫২), গোপাল সরকার (৬৩), অমর বিশ্বাস (৫০) ও অমলেন্দু বিশ্বাস (৪৭) নামে দুই ভাই, শ্যাম বিশ্বাস (৫৫)-সহ কয়েক জন প্রতিবেশীরও মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়। শবযাত্রীদের ওই দলটির সঙ্গে আলাদা গাড়িতে ছিলেন পিন্টু হালদার নামে পারমাদন এলাকার এক বাসিন্দা। দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে পিন্টু বলছেন, “দেহ এখান থেকে নবদ্বীপ শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। চিত্রশালী এলাকায় দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে গাড়ি। ওখানে ১৪-১৫ জন মারা যান। হাসপাতালেও ৪-৫ জন মারা যান। ওই বাড়ির ১০ জন মারা গিয়েছেন। তার মধ্যে এক শিশুও রয়েছে।” শবযাত্রীদের ওই দলটিতে থাকা মুহুরি পরিবারের অন্তত ১০ জন মারা গিয়েছেন বলে জানা গেছে! ভয়াবহ এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যপাল জগদীপ ধনখড়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। ইতিমধ্যে, বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, “পশ্চিমবঙ্গের নদীয়ায় সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিতে অত্যন্ত ব্যথিত! শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।” শনিবার রাতের ওই দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। বাংলায় করা টুইটে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ঘটে যাওয়া পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের (পরিবারের) প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর ওঁদের এই কঠিন পরিস্থিতিতে সহায় হন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” আহতদের জন্য ৫০ হাজার টাকা এবং মৃতের নিকটাত্মীয়দের জন্য ২ লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে তাঁর দফতর থেকে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…