দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি:পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে ৯ জন মাদ্রাসা পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের উপকণ্ঠে কোতোয়ালি থানার অন্তর্গত এলাহীগঞ্জ ও পাঁচখুরির মাঝে। আহত পরীক্ষার্থীরা সকলেই কেশপুরের দোগাছিয়া হাই মাদ্রাসার ছাত্রী। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল এলাহীগঞ্জ হাই মাদ্রাসায়। একটি মারুতি ওমনি গাড়িতে করে পরীক্ষা দিয়ে তারা ফিরছিল। হঠাৎই পাঁচখুরি সংলগ্ন এলাকায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তাদের মারুতি গাড়িটি। গাড়িতে থাক ৯ জন ছাত্রীকেই দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় কোতোয়ালি থানার তরফে।

thebengalpost.net
আহত ছাত্রীদের ভর্তি করা হল মেদিনীপুর মেডিক্যাল কলেজে:

আহত পরীক্ষার্থীদের মধ্যে কয়েকজন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জানায়, পরীক্ষা শেষে একটি মারুতি ভ্যানে করে তারা বাড়ি ফিরছিল। পথে একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় কমবেশী আহত হয় সকলেই। তাদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর বলে জানা গেছে। বাকি ৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন। অপর ৩ জনের চিকিৎসা চলছে এবং তাদের আপাততো পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে বলেও তিনি জানান।