দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জুন:মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারীর। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা – আটটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পিড়াকাটা এলাকায়। মৃত ব্যক্তির নাম- অরিন্দম বসু (৬১। গোয়ালতোড় থানার হুমগড়ের বাসিন্দা তিনি। জানা গেছে, নিজের বাইকে করে তিনি পিড়াকাটা’র দিক থেকে গোয়ালতোড়ের দিকেই যাচ্ছিলেন। পিড়াকাটা বাজার পেরিয়ে কিছুটা দূরে, নিজের বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাতেই পড়ে যান বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরপরই, স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ। তবে, মেডিক্যাল কলেজে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন! আজ, শুক্রবার মেডিক্যাল কলেজে তাঁর দেহের ময়নাতদন্ত হয়েছে বলে জানা গেছে।

thebengalpost.net
পিড়াকাটা পুলিশ পোস্ট :

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ একটু আধটু বৃষ্টি পড়ার কারণে, বাইকের চাকা পিছলে গিয়ে হয়তো নিয়ন্ত্রণ হারিয়েছিলেন অরিন্দম বসু। তাতেই এই দুর্ঘটনা ঘটে যায়! পিড়াকাটা-গোয়ালতোড় রাজ্য সড়কের উপর পড়ে গিয়ে,‌ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে মনে করা হচ্ছে। পুলিশ তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তবে, মেডিক্যাল কলেজে পৌঁছলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, মৃত অরিন্দম বোস বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের গোয়ালতোড় শাখার ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেন বছরখানেক আগে। তিনি পিড়াকাটা শাখাতেও কর্মরত ছিলেন একসময়ে। এদিকে, আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে।