দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি: বাবার বাইকে করে মাধ্যমিক পরীক্ষা দিতে বেরিয়ে দলমার দাঁতালের হানায় মৃত্যু হয়েছে জলপাইগুড়ির কিশোর অর্জুন দাসের! বৃহস্পতিবারের সেই ঘটনায় শোকের ছায়া রাজ্য জুড়ে। এদিন রাতেই পশ্চিম মেদিনীপুরেও ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা! সামাজিক অনুষ্ঠান দেখে রাতের দিকে বাড়ি ফিরছিলেন মা ও ছেলে। বেপরোয়া একটি বালি বোঝাই ট্রাক তাঁদের দু’জনকেই পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই পাঁচ বছরের ছেলের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মা’র! পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। বৃহস্পতিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার রসকুন্ডু এলাকায়।
জানা যায়, একটি সামাজিক অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে বছর ৫ এর দীপ সরেন ও তার মা নমিতা সরেন। দ্রুত বেগে আসা বালি গাড়ি সজোরে ধাক্কা মারে দু’জনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ বছরের ছোট্ট শিশুর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার মায়েরও। এরপরই রীতিমত ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। দীর্ঘক্ষণ রাস্তার উপরেই মৃতদেহ ফেলে রেখে চলে বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই বালি গাড়ির দৌরাত্ম্য আটকাতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয়রা। তবে, তারপরেও হুঁশ ফেরেনি পুলিশ প্রশাসনের। এদিকে, খবর পেয়ে এলাকায় পৌঁছয় গড়বেতা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই আটক করা হয়েছে ঘাতক বালি গাড়িটি। অবিলম্বে বালি গাড়ির চলাচল বন্ধ করতে হবে বলে দাবি এলাকাবাসীর। এলাকায় ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। (প্রচ্ছদ ছবির ট্রাকটি প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে।)