দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জুলাই: কংসাবতী নদীর উপর রেল ব্রিজে লাইনের কাজ করার সময়ই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! গোকুলপুর সংলগ্ন কাঁসাই রেল ব্রিজ থেকে পড়ে নদীতে তলিয়ে গেলেন বছর ৪৫-এর রেলকর্মী (ট্র্যাকম্যান) তাপস দাস। তিনি খড়্গপুর শহরের খরিদা এলাকার (১৯ নং ওয়ার্ডের) বাসিন্দা বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় শোকস্তব্ধ খড়্গপুর ডিভিশনের রেল আধিকারিক ও কর্মীরা! বেলা ৩ টা নাগাদ উদ্ধারকাজে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ (NDRF) জওয়ানদের। ঘটনাস্থলে উপস্থিত আছেন পুলিশ, রেল পুলিশ ও আধিকারিকরা।

thebengalpost.net
তাপস দাস (৪৫) :

রেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯ টা ৫৫ নাগাদ আরণ্যক এক্সপ্রেস (12885) যখন এই কাঁসাই রেলওয়ে সেতু পার হচ্ছিল, তখন রেলের ইঞ্জিনিয়ারিং স্টাফ (ট্র্যাকম্যান) তাপস দাস সহ আরও কয়েকজন রেলকর্মী কাজ করছিলেন। এরপর, ট্রেন থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে গিয়ে, বছর ৪৫ এর তাপস দাস নদীতে পড়ে যান। বাকিরা অবশ্য নিজেদের নিরাপদে রাখতে সমর্থ হন। অনুমান করা হচ্ছে, আরন্যক এক্সপ্রেস পারাপারের সময় ব্রিজের অনুকম্পনে (ভাইব্রেশনে) এই দুর্ঘটনা ঘটে যেতে পারে! ঘটনার তদন্ত শুরু করা হয়েছে রেলের তরফে। এদিকে, প্রায় ৫ ঘন্টা হয়ে গেলেও, খড়্গপুরের বাসিন্দা ওই রেলকর্মীর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে রেলওয়ে সূত্রে। তবে, নামানো হয়েছে এনডিআরএফ (NDRF) বাহিনী। এই বিষয়ে প্রশাসনের সর্বস্তর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে রেলকর্মীদের মধ্যে। (আপডেট: প্রায় ২০ ঘন্টা পর শুক্রবার সকাল ৬ টা নাগাদ তাঁর মৃতদেহ উদ্ধার হল কংসাবতী নদী থেকে।)

thebengalpost.net
ঘটনাস্থলে উত্তেজনা: