দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ২৪ নভেম্বর: ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। ঝাড়গ্রাম জেলার রগড়া থেকে ঝাড়গ্রামে ফেরার সময় লোধাশুলি-ঝাড়গ্রামের মাঝে বোরিয়ার কাছে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসের মধ্যে থাকা ৩৪ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে ১৫ জনকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ৩ জনের আঘাত গুরতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ১ জনকে কলকাতায় রেফার করা হয়েছে বলেও জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছে ঝাড়গ্রাম থানার পুলিশ তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

thebengalpost.net
উল্টে গেল যাত্রীবাহী বাস:

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা-এগারোটা নাগাদ রাজ্য সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ‘সোনার তরী’ নামে ওই বাসটি রাজ্য সড়কের পাশে ঝোপ-জঙ্গলে ভেতরে উল্টে যায়। এরপরই, স্থানীয় মানুষজন এবং পথ চলতি লোকজন উদ্ধার কাজ শুরু করেন। রাস্তা দিয়ে যাওয়া বিভিন্ন ছোটো গাড়িতে তুলে আহতদের ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পৌঁছনোর কাজ শুরু হয়। এর মধ্যেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছে যান ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার। একাধিক অ্যাম্বুলেন্সের সাহায্যে এবং নিজের গাড়িতে করে বাকি আহতদের ঝাড়গ্রাম হাসপাতালে পাঠানো হয়। দ্রুত উদ্ধার কাজ শুরু হওয়ায়, এখনও অবধি মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে, কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও, এলাকাবাসীর অভিযোগ, ওই রাজ্য সড়ক দীর্ঘদিন সংস্কার করা হয়নি, তার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস রাস্তার পাশে উল্টে যায়।

thebengalpost.net
ঘটনাস্থলে উত্তেজনা:

thebengalpost.net
ঝাড়গ্রাম থানার আইসি’র নেতৃত্বে চলছে উদ্ধারকাজ: