দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ মে:ব্যস্ততম রাজ্য সড়কের দু’ধারে কাদা। বৃষ্টিতে তা আরও পিচ্ছিল হয়েছে। আর, তার জেরেই মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা! প্রসঙ্গত, জমি থেকে ট্রাক্টর, হার্ভেস্টার প্রভৃতি ওঠার পর, চাকার সেই কাদা জমে রাস্তার উপর। আর, সেই কাদা-তেই স্লিপ করে (পিছলে গিয়ে) বা নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইক চলে আসে দাঁতন-বেলদাগামী একটি যাত্রীবাহী বাসের সামনে। ওই মোটরবাইক আরোহী-কে রক্ষা করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে যাত্রী বোঝাই ওই বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার পাশে নয়ানজুলিতে। গুরুতর আহত হন প্রায় ১৫ জন যাত্রী। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দাঁতন থানার পুলিশ।

thebengalpost.net
দুর্ঘটনা:

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের দাঁতন থেকে বেলদার দিকে আসছিল একটি যাত্রীবাহী বাস। বেলদা ঢোকার আগে, বামনপুকুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসের সামনে চলে আসে উল্টো দিকে যাওয়া একটি মোটর বাইক। ওই বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে, নয়ানজুলিতে উল্টে পড়ে যাত্রীবোঝাই ওই বেসরকারি বাস। ঘটনায় আহত হয়েছেন বাসের চালক সহ ১৫ জন যাত্রী। ঘটনাস্থলে পৌঁছয় দাঁতন থানার পুলিশ। আহতদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশের সাথেই স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগান। তবে, তাঁরা জানিয়েছেন, এইভাবে ব্যস্ততম জাতীয় সড়ক বা রাজ্য সড়কের দুই পাশে কাদা জমে যাওয়ার জন্যই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। এনিয়ে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা উচিত।

thebengalpost.net
রাস্তার দুই পাশে কাদা :