দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জুলাই: বুধবার সাতসকালেই একটি ব্যক্তিগত চারচাকা (বা, মারুতি) ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হল, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের তেঁতুলতলা এলাকায় রাজ্য সড়কের উপর। দুই মহিলা সহ গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে ভর্তি করা হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর একজনকে ছেড়ে দেওয়া হলেও, বাকি তিনজন চিকিৎসাধীন। দু’জনের আঘাত বেশ গুরুতর! তাঁদের মাথায়, নাকে, মুখে আঘাত লেগেছে বলে জানা গেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
জানা গিয়েছে, বুধবার মেদিনীপুর শহরের রাঙ্গামাটির বাসিন্দা দীপেন সেন (৩৮) ব্যক্তিগত চারচাকা গাড়ি বা মারুতিতে নিজের মা (জয়া সেন, আনুমানিক ৬০)-কে নিয়ে চন্দ্রকোনার শ্রীনগরে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। সেই সময় কেশপুরের দিক থেকে একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে মেদিনীপুরের দিকে আসছিল। মেদিনীপুর শহরে ঢোকার আগে তেঁতুলতলা এলাকায় রাজ্য সড়কের উপর পরস্পরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় মারুতির সামনের অংশ! এরপর, স্থানীয়দের সহযোগিতায় গ্যাস কাটার সহ নানা যন্ত্রপাতি ব্যবহার করে মারুতি’র ভেতরে থাকা গুরুতর আহত মা ও ছেলেকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে, এই দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের পাপিয়া বিশুই ও অলিপ মন্ডল নামে দুই মধ্যবয়স্ক যাত্রীও আহত হন। বছর ৪০- এর অলিপ মন্ডল-কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বাকিদের চিকিৎসা চলছে মেডিক্যালে। তবে, মারুতি’র ভেতরে থাকা মা ও ছেলের আঘাত গুরুতর বলে জানা গেছে। মাথায়, নাকে, মুখে ছাড়াও তাঁদের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে বলে জানা গেছে। এদিকে, দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।