শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২১ জুলাই: ভালোভাবে ঘুম ভাঙার আগেই দুর্ঘটনা ১৬নং জাতীয় সড়কে! মালবাহী ট্রাক হুড়মুড়িয়ে ঢুকে পড়ে জাতীয় সড়কের পাশে অস্থায়ী ছাউনি দেওয়া একটি দোকানে। তারপরই উল্টে যায় জাতীয় সড়কের ধারে। বরাত জোরে প্রাণ বাঁচে দোকানের মালিকের! ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শুক্রবার কাকভোরে দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায় জাতীয় সড়কের উপর। এদিকে, দুর্ঘটনার পরই পলাতক ট্রাকের চালক ও খালাসি!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে ডেবরার হৈপত এলাকায় একটি মালবাহী ট্রাক বা লরি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা একটি দোকানে গিয়ে ঢুকে পড়ে। বরাত জোরে প্রাণে বেঁচে যান দোকানের মালিক সহ অন্যান্যরা। দোকানের মালিক জানিয়েছেন, “তখনও দোকান খুলিনি। তাই, ভাগ্যক্রমে প্রাণ রক্ষা হয়েছে।” তবে, অস্থায়ী ছাউনি দেওয়া দোকানটি সম্পূর্ন ভাবে ভেঙে গেছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ডেবরা থানার পুলিশ। তাঁরা দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। জানা যায়, ট্রাক-টি কলকাতা থেকে খড়্গপুরের দিকে আসছিল। ট্রাকে আটা বোঝাই করা ছিল। দুর্ঘটনার পরই পলাতক গাড়ির চালক এবং খালাসি। তাঁদের খোঁজ শুরু করেছে ডেবরা থানার পুলিশ।