Accident

Train Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা পশ্চিমবঙ্গে! লাইনচ্যুত ৪-৫ টি বগি, মৃত্যু একাধিক, চলছে উদ্ধারকাজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, জলপাইগুড়ি, ১৩ জানুয়ারি:বৃহঃস্পতিবার বিকালে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরবঙ্গ (North Bengal)! জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির (Mainaguri) দোমোহনির কাছে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ গুয়াহাটিগামী বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (15633 Up Bikaner Guwahati Express) লাইনচ্যুত হয়। ৪-৫ টি বগি সম্পূর্ণ লাইনচ্যুত। প্রায় ১২ টি বগি ক্ষতিগ্রস্ত এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে (সর্বশেষ খবর অনুযায়ী)। কামরায় আটকে রয়েছেন শতাধিক যাত্রী। অন্তত ৫০ জন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো (ময়নাগুড়ি হাসপাতাল ও জলপাইগুড়ি জেলা হাসপাতাল) হয়েছে বলে জানা গেছে জলপাইগুড়ির জেলা প্রশাসন সূত্রে। আহতদের উদ্ধারকার্য চলছে। আহতের সংখ্যা প্রায় শতাধিক হবে এবং মৃত্যু আরও বাড়বে বলে মনে করা হচ্ছে! ইতিমধ্যেই আহতদের উদ্ধার করার জন্য বিশেষ ট্রেন পাঠানো হচ্ছে বলে খবর। তবে, আলিপুরদুয়ার থেকে একটি উদ্ধারকারী দল এলাকায় পৌঁছেছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, “১২ টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার তদন্ত হবে। আমি রওনা দিয়েছি।”

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা পশ্চিমবঙ্গে :

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় বিচলিত হয়ে আধিকারিকদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী’র কাছে খবর নিয়েছেন। কারণ, বিকেল ৫ টা নাগাদ এই ঘটনা যখন ঘটে, তখন মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী। জানা গেছে, প্রত্যন্ত এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। তখন ট্রেনটির গতিবেগও মোটামুটি নিয়ন্ত্রণে ছিল (৪০-৪৫ কিলোমিটার)। তা সত্ত্বেও, গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসের (Guwahati Bikaner Express) ৪ থেকে ৫ টি বগি কার্যত দুমড়ে মুচড়ে মাঠের পাশে পড়ে রয়েছে বলে দেখা যাচ্ছে। সর্বমোট, ১২ টি বগি লাইনচ্যুত হয়েছে! তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি। রেলের (Indian Railway) তরফে এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে কোনও চূড়ান্ত বিবৃতি দেওয়া হয়নি। দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আপডেট: রেল সূত্রে খবর, বিকেল পাঁচটা নাগাদ বিকানের এক্সপ্রেস ট্রেনটি নিউ দোমোহনি এবং নিউ ময়নাগুড়ি স্টেশনের মাঝামাঝি লাইনচ্যুত হয়। লাইনে বেশকিছু সমস্যা ছিল বলেই দুর্ঘটনা ঘটেছে বলে রেলের প্রাথমিক অনুমান। ট্রেনে ৭০০’র বেশি যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে প্রশাসনিক ব্যক্তিরা পৌঁছেছেন। উদ্ধারকাজ এগোনোর সাথে সাথেই বাড়ছে নিহত ও আহতের সংখ্যা! জলপাইগুড়ির হেল্পলাইন নম্বর- 9002041951/9002041955, রেলের হেল্পলাইন নম্বর- 8134054999

মর্মান্তিক দুর্ঘটনা ময়নাগুড়িতে :

আপডেট (রাত্রি ১১ টা ৩০ মিঃ): ৮ থেকে ৯ জনের মৃত্যু হয়েছে বলে বেসরকারিভাবে জানা গেছে। আশঙ্কাজনক আরও ১৫-২০ জন। সবমিলিয়ে আহত প্রায় ২০০’র কাছাকাছি। নিহতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা, আহতদের ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। যাত্রীরা জানিয়েছেন, “হঠাৎ ব্রেক কষার কারণেই দুর্ঘটনা!” ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। সারা রাত ধরে চলছে উদ্ধারকাজ। নেমেছে সেনা, এনডিআরএফ, এসডিআরএফ, রেল পুলিশ, রাজ্য পুলিশ। আছেন রেলের আধিকারিকরা, বিধায়ক, সাংসদ, জেলাশাসক, বিডিও, মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রমুখরা।

এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা :

আপডেট (রাত্রি ১ টা ৩০ মিঃ): হাওড়া থেকে ময়নাগুড়ির (দোমোহনি) উদ্দেশ্যে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।‌‌ হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রেলমন্ত্রী বলেন, “খুব দুঃখজনক ঘটনা। যে সব যাত্রী আহত হয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। আগামী দিন যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সে দিকটাও নজর রাখা হবে।” রেলমন্ত্রী আরও জানান, যাত্রীদের উদ্ধার করাই এখন প্রথম লক্ষ্য।

মৃতদের তালিকা :

ঘটনাস্থলে রেলমন্ত্রী :

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

1 day ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

1 day ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

4 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

4 days ago