দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর: বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু পশ্চিম মেদিনীপুরে! শনিবার ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা পৌঁছলে ক্ষোভ উগরে দেন এলাকাবাসী।‌ প্রসঙ্গত, হাইটেনশন বিদ্যুতের তারে বিদ্যুতপৃষ্ট হয়ে শুক্রবার সন্ধ্যায় মোহনপুর থানার শিয়ালসাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধৌড়জামুয়া এলাকায় মৃত্যু হয় বাবা ও ছেলের। ঘটনায় জানা গেছে, ধৌড়জামুয়া এলাকার বাসিন্দা ৫৬ বছর বয়সী দুলাল চন্দ্র কর বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে ধান জমিতে বাড়ির গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান। আর, ওই ধান জমিতেই পড়ে থাকা হাইটেনশন বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এরপর, দীর্ঘক্ষণ বাবা ফিরছে না দেখে, বাবাকে ডাকতে গিয়ে সেখানে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর ছেলে ২৯ বছর বয়সী বিষ্ণুপদ করের!

thebengalpost.net
ঘটনাস্থলে ক্ষোভ:

এরপর, স্থানীয়রা দু’জনকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের গাফিলতি নিয়ে সরব হন। শুক্রবারই ঘটনাস্থলে উপস্থিত হয় মোহনপুর থানার পুলিশ। এদিকে, ময়নাতদন্তের পর শনিবার বাবা ও ছেলের দেহ গ্রামে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ঘটনাস্থলে বেলদা থানার এসডিপিও সামিম বিশ্বাস সহ পুলিশ আধিকারিকরা পৌছলে, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। গ্রামবাসীদের বক্তব্য, “বিপজ্জনক অবস্থায় দীর্ঘদিন ধরেই হাইটেনশন তার পড়ে ছিল। বিদ্যুৎ দপ্তরে বারবার অভিযোগ জানানোর পরও, গুরুত্ব দেওয়া হয়নি! যার ফলস্বরূপ এই মর্মান্তিক দুর্ঘটনা।” তদন্তে, সমস্ত দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।

thebengalpost.net
সেই হাইটেনশন তার:

thebengalpost.net
সেই ধান জমি:

thebengalpost.net
Advertisement: