তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ আগস্ট: দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২; আহত এক শিশু সহ চার জন! ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন কামারপাড়া এলাকার রাজ্য সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা নাগাদ চন্দ্রকোনারোড থেকে চন্দ্রকোনা গামী একটি বাইক দ্রুতগতিতে যাওয়ার সময় উল্টো দিক থেকে একটি বাইক দ্রুতগতিতে আসার সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই দুই মৃতদেহ উদ্ধারের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় আহত চারজনকে দ্বারিগেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে।

thebengalpost.net
দুর্ঘটনাগ্রস্ত বাইক :

আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁদেরকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিশ জানিয়েছে হেলমেট না থাকার কারণেই এত বড় দুর্ঘটনা! প্রসঙ্গত দুর্ঘটনাকে এড়াতে প্রশাসনের তরফ থেকে বারে বারে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা সত্ত্বেও, এইরকম ঘটনা ঘটায় সচেতনতা নিয়ে উঠেছে প্রশ্ন।