দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ মে:মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা! দুর্ঘটনার কবলে ঘাটাল পৌরসভার ভাইস-চেয়ারম্যানের চারচাকা। গুরুতর আহত ভাইস চেয়ারম্যান বা উপ পৌরপ্রধান অজিত দে সহ ৪ জন। তাঁদের ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র জানিয়েছেন, “ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়েছে। আমি নিজে পরিস্থিতির দিকে নজর রাখছি। অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হবে।”

thebengalpost.net
আহত অজিত দে:

জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর থেকে দাসপুর হয়ে ঘাটালের দিকে যাচ্ছিল তাঁদের চারচাকা গাড়িটি। দাসপুর সংলগ্ন বকুলতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে স্থানীয়দের তৎপরতায় এবং পুলিশের উদ্যোগে তাঁদের ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ভাইস চেয়ারম্যান অজিত দে ছাড়াও গাড়িতে ছিলেন আরো দুই তৃণমূল কর্মী। তাঁরাও আহত হয়েছেন। কমবেশি সকলেই শরীরে ও মাথায় চোট পেয়েছেন। অজিত দে’র মাথায় ও পায়ে আঘাত লেগেছে। তাঁর পায়ে স্টিচ করা হয়েছে এবং এক্স-রে করা হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন গাড়ির চালক-ও। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন ঘাটাল জেলা তৃণমূলের নেতা তথা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র।

thebengalpost.net
আহত এক তৃণমূল কর্মী :