দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুরের শালবনীতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হল! মৃত ব্যক্তির নাম সত্যবান মাহাত। বয়স আনুমানিক ৫৭। তিনি শালবনী ব্লকের আনন্দনগর (ভাঙাবাঁধ সংলগ্ন) গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিজুয়া থেকে শালবনী (চকতারিনী) যাওয়ার গ্রামীণ সড়কে, মিরগা এলাকায়, শনিবার বিকেল ৫ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। শালবনী অভিমুখী একটি মাল বোঝাই পিকাপ ভ্যান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সত্যবান বাবু’র বাইকে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সত্যবান মাহাত। শরীর থেকে একটি হাত আলাদা হয়ে যায়! স্থানীয়দের তৎপরতায় দ্রুত শালবনীর পুলিশ বাহিনী তাঁকে শালবনী গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু চিকিৎসরা তাঁকে মৃত ঘোষণা করেন! ঘাতক পিকাপ ভ্যানটিকে আটক করা হলেও, চালক পলাতক। এই ঘটনায় একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে, ঠিক তেমনই ওই চালকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।

thebengalpost.net
এই জায়গাতেই ঘটে দুর্ঘটনা :

জানা গেছে, স্থানীয় আনন্দনগর এলাকার বাসিন্দা সত্যবান মাহাত শালবনী থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। তাঁর মাথায় ছিল হেলমেট।‌ তিনি তাঁর সঠিক পথেই বাইক চালাচ্ছিলেন। কিন্তু, উল্টো দিক থেকে আসা একটি পিকাপ ভ্যান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইকে ধাক্কা মারে। নিজেকে যথাসম্ভব রক্ষা করার চেষ্টা করলেও, নিয়তি বিরূপ ছিলেন! তাঁর শরীর থেকে একটি হাত কেটে রাস্তার উপর পড়ে যায়! তিনিও লুটিয়ে পড়েন রাস্তার একপাশে। দ্রুত শালবনী থানার পুলিশ পৌঁছে, স্থানীয়দের তৎপরতায় মাত্র ৩ কিলোমিটার দূরে শালবনী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেও, শেষ রক্ষা হয়নি! তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। শালবনীর থানার পুলিশ ওই ঘাতক গাড়িটিকে আটক করলেও, চালক পগারপার হয়ে যায়। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, ভিন জেলার পিকাপ ভ্যান। অন্যদিকে, মিরগা এলাকার যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, সেখান থেকে সত্যবান বাবুর বাড়ি মাত্র ২-৩ কিলোমিটার দূরেই। তাঁর এক ছেলে পেশায় শালবনী থানারই সিভিক ভলান্টিয়ার সঞ্জীত মাহাত। মাঘ মাসের প্রথমদিনে, উৎসবের আবহে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটায় শোকে মুহ্যমান পরিবার-পরিজন থেকে এলাকাবাসী! অপরদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরেও একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে শনিবার বিকেলে। কেশপুর ব্লকের আমড়াকুচি এলাকায় রাজ্য সড়কের উপর একটি ট্রাক্টরের সাথে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা গেছে। মারুতি ভ্যান থাকা তিনজন গুরুতর আহত হন। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

thebengalpost.net
মৃত্যু হয় সত্যবান মাহাত’র :

thebengalpost.net
ঘাতক পিকাপ ভ্যান: