দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুন: জামাইষষ্ঠীতে যাওয়ার পথেই দুর্ঘটনা! স্ত্রী ও দুই নাবালক সন্তানকে বাইকে চাপিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে, গরুর সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে ৪ জনই গুরুতর আহত হলেন। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহিষদা লাগোয়া আমডুবির কাছে। বুধবার বেলা এগারোটা নাগাদ কেশপুর ব্লকের বিশ্বনাথপুরের বাসিন্দা জয়দেব বাগার তাঁর স্ত্রী কবিতা বাগার ও দুই নাবালক পুত্র’কে নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মহিষদা থেকে কেশপুরের দিকে যাওয়ার সময় রাস্তার মাঝে হঠাৎ একটি গরু চলে আসায় মোটর সাইকেলের সামনে, গরুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে যান ৪ জনই।
এরপর, স্থানীয়দের তৎপরতায় দুই নাবালক সহ দম্পতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে, প্রথমে ভর্তি করা হয় কেশপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জয়দেব বাবু ও এক পুত্রের অবস্থা গুরুতর না হলেও স্ত্রী কবিতা ও বড় পুত্র রাহুলের (১১) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।