দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ২ জুলাই: মেদিনীপুর শহরের অদূরে এলাহিগঞ্জের কাছে শুক্রবার দুপুর নাগাদ এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির! গুরুতর আহত অবস্থায় ৫ জনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে কেশপুর-মেদিনীপুর রাজ্য সড়কের উপর এলাহিগঞ্জের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কেশপুরের দিক থেকে একটি মারুতি ভ্যান ৫ জন যাত্রী নিয়ে মেদিনীপুরের দিকে আসছিলো। এলাহিগঞ্জের কাছে একটি বালিবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ওই মারুতি ভ্যানকে মুখোমুখি ধাক্কা মারে। মারুতি ভ্যানের মধ্যে থাকা চালক সহ ৬ জন যাত্রীই গুরুতর আহত হন। চালকের পাশে বসে থাকা ব্যক্তির অবস্থা সবথেকে আশঙ্কাজনক হয়ে ওঠে। ৬ জনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, আশঙ্কাজনক ব্যক্তির মৃত্যু হয়। জানা গেছে মৃত ব্যক্তির নাম অশোক মাঝি। তিনি কেশপুর ব্লকের বাসিন্দা। বাকিরা মেদিনীপুর মেডিক্যাল কলেজেই চিকিৎসাধীন আছেন।

thebengalpost.in
দুর্ঘটনা মেদিনীপুর শহর সন্নিকটস্থ এলাহিগঞ্জে :

অন্যদিকে, আজ দুপুরেই পাঁশকুড়াতে ঘটে গেছে আরও ভয়াবহ এক দুর্ঘটনা! সূত্রের খবর অনুযায়ী, খড়্গপুর থেকে মেচেদা গামী বালিভর্তি একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পাশে থাকা একটি খাবারের দোকানে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়! তিনজন গুরুতর আহত হন। পাঁশকুড়া থানার দীগলাবাড়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছে পাঁশকুড়া থানার পুলিশ উদ্ধার কাজে হাত লাগায়। ৪ জনকেই হাসপাতালে পাঠানো হয়। ১ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুটি ক্রেন দিয়ে ট্রাকটি তোলার ব্যবস্থা করা হয়। এই ঘটনায় রাস্তায় দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়।

thebengalpost.in
দুর্ঘটনা পাঁশকুড়াতেও :