দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ নভেম্বর: দিনটি যেন দুর্ঘটনারই! সকালে ঝাড়গ্রাম রাজ্য সড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত হয়েছেন প্রায় ১৫ জন। দুপুরে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি এবং গড়বেতার বোষ্টম মোড়ে দুর্ঘটনায় আহত দুই পরীক্ষার্থী সহ ৪ জন। ফের সন্ধ্যার মুখে কেশপুর থানার বগছড়ি এলাকায় ভয়াবহ দুর্ঘটনা! মৃত্যু হল পথচলতি এক প্রৌঢ়ার। আহত একাধিক। সকলকেই ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কেশপুর থানার বগছড়ি এলাকায় মেদিনীপুর – কেশপুর রাজ্য সড়কের উপর, ঘাটাল থেকে একটি মেদিনীপুরের দিকে আসা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী ও একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে। বুধন পাত্র নামে ৭০ বছর বয়সী বৃদ্ধার ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হয় প্রাইভেট গাড়িতে থাকা আরো ২ জন। স্থানীয় মানুষেরা আহত দু’জনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে, ঘটনার পর ক্ষিপ্ত জনতা ভাংচুর চালায় ওই যাত্রীবাহী বাসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কেশপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

thebengalpost.net
ঘাতক বাসটি:

অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে একটি প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় দুই পরীক্ষার্থী। তাদের ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, কেশিয়াড়ি থানার খাজরা এলাকায়। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে খাজরা এলাকায় গোলাপ মাহাত ও শিবানী মাহাত নামে দুই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী স্কুলের টেস্ট পরীক্ষা দিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিল। রাস্তায় একটি প্রাইভেট গাড়ি পেছন থেকে তাদের ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে খাজরা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বর্তমানে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই দুই ছাত্র-ছাত্রী। অন্যদিকে, গড়বেতার বোষ্টম মোড়েও এদিন দুপুরে একটি পথ দুর্ঘটনায় এক মহিলা সহ ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। একটি বাইকের সঙ্গে পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বাইকে থাকা মহিলার পায়ের আঘাত গুরুতর বলেও জানা গেছে।