thebengalpost.net
খড়গপুরে দেবাংশু:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১ মার্চ: একুশের বিধানসভা নির্বাচনের আগে একের পর এক নেতা-মন্ত্রী-বিধায়কদের দলবদলে যখন হতাশ পড়েছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা; ঠিক সেই সময়ই কার্যত ‘এনার্জি টনিক’ হিসেবে কাজ করেছিল দেবাংশু ভট্টাচার্যের ‘খেলা হবে’ গান! দেবাংশুর ‘বন্ধু এবার খেলা হবে’ গানে দলবদলু নেতাদের চরম কটাক্ষ করা হয়েছিল। তৃণমূলের একটা সংখ্যাগরিষ্ঠের মত, সেই গানই কার্যত ঝিমিয়ে পড়া কর্মী-সমর্থকদের নিমেষের মধ্যে উজ্জীবিত করে! দেবাংশুর সেই ‘খেলা হবে’ গান যেন তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্লোগানে পরিণত হয়েছিল! স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিয়ম করে প্রতিটি জনসভার শেষে স্লোগান তুলতেন, “কি বন্ধুরা খেলা হবে তো? হবে খেলা?” সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্বস্তরের কর্মী-সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত সাধারণ সভা থেকে ভোটের দামামা বাজিয়েও দিয়েছেন তৃণমূল নেত্রী। ঘোষণা করেছেন, “খেলা হবে। এবার আরও ভয়ঙ্কর খেলা হবে।” শুক্রবার ‘রেল শহর’ খড়্গপুরে একটি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনে এসে দলনেত্রীর সেই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে ‘খেলা হবে’ খ্যাত দেবাংশু বলেন, “খেলা তো হবেই। কিন্তু, একুশের নির্বাচনের আগে যেভাবে দিল্লি থেকে প্লেয়াররা উড়ে উড়ে আসছিলেন হেলিকপ্টারে করে, এবার আর তাদের দেখা যাচ্ছে না! মনে হচ্ছে একুশ আর চব্বিশের ফলাফল দেখে তাঁরা ভয় পেয়ে গেছেন। তাঁদের উদ্দেশ্যে বলতে চাই, এবার আপনারাও ওয়ার্ম আপ করে মাঠে নামুন।”

thebengalpost.net
খড়গপুরে দেবাংশু:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

এরপরই দেবাংশুর কটাক্ষ, “একটা শুভেন্দুকে শুধু ছেড়ে রেখে দিয়েছেন! আমি তো শুভেন্দু অধিকারীকে বলি উল্টানো আরশোলা। ওর হাত পা ছোঁড়া ছাড়া আর কোন কাজ নেই! তাই, দিল্লির প্লেয়ারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আসুন। আপনারা না এলে আমরা এনার্জি পাচ্ছি না।” এদিকে, দেবাংশুর এই কটাক্ষের জবাবে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি-র সহ-সভাপতি তথা শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা রমাপ্রসাদ গিরি বলেন, “দু’দিনের ওই ছেলের মন্তব্যের কি প্রতিক্রিয়া দেব? রুচিতে বাঁধে। ওর দলের সর্বোচ্চ নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে পরাজিত করা, জননেতা শুভেন্দু অধিকারীর নখের যোগ্য হোক আগে! তমলুকের লোক তো গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে ভাগিয়ে দিয়েছে। ও আবার দিল্লির প্লেয়ারদের সঙ্গে কি খেলবে? আমাদের তমলুকের কর্মীরাই ওর জন্য যথেষ্ট!”

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):