দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: ২০০৮-র পর ২০২৫। ১৭ বছর পর প্রাথমিকের রাজ্য ক্রীড়া অনুষ্ঠিত হতে চলেছে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে। আগামী ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ জেলা শহর মেদিনীপুরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দিন ব্যাপী ৪০-তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ২৭ ফেব্রুয়ারি ২৩টি জেলার প্রতিযোগী ও অফিসিয়ালদের রিপোর্টিং করতে হবে। ২৮ ফেব্রুয়ারি সকালে ৪০-তম বার্ষিক ক্রীড়ার উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিষয়টি চূড়ান্ত হওয়ার পরই শুরু হয়েছে চরম তৎপরতা। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC)-র সাথে সাথেই জেলা পুলিশ ও প্রশাসনের তরফেও বিশাল এই আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী ও পুলিশ সুপার ধৃতিমান সরকার।

thebengalpost.net
প্রস্তুতি শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ:

জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ বা ডিপিএসসি (DPSC)-র চেয়ারম্যান অনিমেষ দে জানিয়েছেন, “আমরা গর্বিত আমাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় ৩৬টি ইভেন্টে আনুমানিক ১১০০ প্রতিযোগী (২৩টি জেলার) অংশ নেবে রাজ্য ক্রীড়াতে। প্রাথমিক বিদ্যালয় ছাড়াও নিম্ন বুনিয়াদি, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা অংশ নেবে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।” অনিমেষ এও জানান, “জেলা পুলিশ ও প্রশাসন ছাড়াও প্রতি মুহূর্তে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভূঁইয়া এবং মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা।”

উল্লেখ্য, বাম আমলে ২০০৮ সালের পর, বর্তমান সরকারের আমলে এই প্রথম রাজ্য ক্রীড়ার দায়িত্ব পেল জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর। গর্বিত জেলার শিক্ষক-শিক্ষিকারা। তাঁরাই জানাচ্ছেন, “এর নেপথ্য কারিগর মেদিনীপুরের নবনির্বাচিত বিধায়ক সুজয় হাজরা।” এ নিয়ে সুজয় বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চেয়েছেন বলেই মেদিনীপুর দায়িত্ব পেয়েছে। আমি তাঁদেরই ধন্যবাদ জানাব।” সুজয় এও শুনিয়েছেন, “বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হবে মেদনীপুরের সংস্কৃতি।” চলছে তারই প্রস্ততি। সংসদের চেয়ারম্যান অনিমেষ দে বলেন, “বিপুলসংখ্যক প্রতিযোগী বা আমাদের শিশু শিক্ষার্থীদের থাকার জন্য প্রয়োজন হয় আবাসনের। রাজ্য ক্রীড়ার জন্য মেদিনীপুর কলেজ ও মেদিনীপুর কলেজিয়েট স্কুলকে এবার আবাসন করা হচ্ছে। পার্কিংয়ের জন্য মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠের কথা ভাবা হয়েছে। স্কুল ও কলেজ কর্তৃপক্ষ ছাড়াও এজন্য ধন্যবাদ জানাব মেদিনীপুরের মাননীয় বিধায়ক সুজয় হাজরা এবং জেলা পুলিশ-প্রশাসনকে।” আপাতত জেলার সমস্ত শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শিক্ষক সংগঠনকে সঙ্গে নিয়ে গর্বের এই রাজ্য ক্রীড়া সাফল্যমন্ডিত করাই যে তাঁদের লক্ষ্য, জানিয়েছেন অনিমেষ।

thebengalpost.net
রাজ্য ক্রীড়া অনুষ্ঠিত হবে অরবিন্দ স্টেডিয়ামে: