দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: বুধবার ভর সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনা ৬০নং জাতীয় সড়কের উপর গোবরু এলাকায়! এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোবরু এলাকায় ৬০নং জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ১৬ চাকার ট্রাক রাস্তার পাশের চা দোকানে ঢুকে যায়। সেই সময় দোকানে ছিলেন ওই চা দোকানের মালিকের স্ত্রী। ঘটনায় তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন। গুরুতর জখম হয়েছেন ওই ট্রাকের চালকও। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শালবনী থানার পুলিশের তরফে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাস্থল শালবনী থানার আইসি সৌরভ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ছাড়া উপস্থিত হয়েছে ফায়ার ব্রিগেডও।

thebengalpost.net
চা দোকানে ঢুকে পড়ল ট্রাক:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

বিশাল ক্রেন বা হাইড্রা যন্ত্রের সাহায্যে ওই ট্রাকটিকে বের করে আনার চেষ্টা চালাচ্ছ পুলিশ ও দমকল বাহিনী। দোকানে আর কেউ ছিলেন কিনা তাও পুলিশের তরফে তদন্ত করে দেখা হচ্ছে। জানা যায়, এদিন সন্ধ্যায় ১৬ চাকার ওই ট্রাকটি মেদিনীপুর শহরের দিক থেকে শালবনীর দিকে যাওয়ার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চা দোকানে ঢুকে পড়ে। আর তাতেই ঘটে যায় ভয়াবহ এই দুর্ঘটনা! ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী।

thebengalpost.net
ক্রেন দিয়ে বের করার চেষ্টা: